Jio-র সেরা 5 ডেটা বুস্টার প্যাক, খরচ 100 টাকারও কম, সর্বাধিক 6GB ডেটা

Reliance Jio-র ঝুলিতে 100 টাকার কম খরচে মোট পাঁচটি ডেটা বুস্টার প্ল্যান রয়েছে। খুব সম্প্রতিই এই প্ল্যানগুলি টেলিকম সংস্থাটির বিস্তৃত রিচার্জ প্ল্যানের ক্যাটেগরিতে যোগ করা হয়েছে। এই পাঁচটি প্ল্যানের খরচ যথাক্রমে 15 টাকা, 19 টাকা, 25 টাকা, 29 টাকা এবং 61 টাকা।

Jio-র সেরা 5 ডেটা বুস্টার প্যাক, খরচ 100 টাকারও কম, সর্বাধিক 6GB ডেটা
কম খরচের সেরা প্ল্যান।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 25, 2023 | 2:52 PM

Reliance Jio তার ব্যবহারকারীদের একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। কম খরচ থেকে শুরু করে বেশি খরচ পর্যন্ত সব রকমের রিচার্জ প্ল্যান রয়েছে মুম্বইয়ের টেলিকম জায়ান্টের কাছে। তবে রিচার্জ প্ল্যান যেমনই হোক না কেন, অনেক সময় ব্যবহারকারীদের অতিরিক্ত পরিমাণ ডেটার প্রয়োজন হয়। একটা প্ল্যানে যখন গ্রাহকদের একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা অফার করা হয়, তা শেষ হয়ে গেলে অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি বা FUP এর শেষে অতিরিক্ত ডেটা দরকার হয়ে পড়ে। সেই অতিরিক্ত ডেটার জন্য Jio-র ঝুলিতে রয়েছে বেশ কিছু ডেটা বুস্টার প্ল্যান। আজ, আমরা সেরকমই কিছু Jio Data Booster প্ল্যান সম্পর্কে জেনে নেব, যাদের খরচ 100 টাকারও কম।

100 টাকার কম খরচে Jio ডেটা বুস্টার প্ল্যান

Reliance Jio-র ঝুলিতে 100 টাকার কম খরচে মোট পাঁচটি ডেটা বুস্টার প্ল্যান রয়েছে। খুব সম্প্রতিই এই প্ল্যানগুলি টেলিকম সংস্থাটির বিস্তৃত রিচার্জ প্ল্যানের ক্যাটেগরিতে যোগ করা হয়েছে। এই পাঁচটি প্ল্যানের খরচ যথাক্রমে 15 টাকা, 19 টাকা, 25 টাকা, 29 টাকা এবং 61 টাকা। এই রিচার্জ প্ল্যানগুলির ডেটার অফার আলাদা। তাদের মধ্যে কমন ফ্যাক্টর একটাই, তা হল ভ্যালিডিটি বা মেয়াদ।

Jio-র এই পাঁচটি প্ল্যানের বৈধতা একই। মূল যে রিচার্জ প্ল্যানটি গ্রাহক ব্যবহার করবেন, তাতে যে ভ্যালিডিটি অফার করা হবে সেই একই মেয়াদ থাকবে ডেটা বুস্টার প্যাকেও। উদাহরণস্বরূপ, আপনার প্রাথমিক প্ল্যানে যদি 30 দিনের ভ্যালিডিটি থাকে, তাহলে ডেটা বুস্টার প্যাকটিও আপনি 30 দিনের জন্য ব্যবহার করতে পারবেন।

এখন এই প্ল্যানগুলির মধ্যে 15 টাকার ডেটা বুস্টার প্যাকে ব্যবহারকারীরা পেয়ে যাবেন মোট 1GB ডেটা। 19 টাকার প্ল্যানে রয়েছে 1.5GB ডেটা এবং 25 টাকা ও 29 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা পেয়ে যান 2GB ও 2.5GB ডেটা যথাক্রমে। সর্বশেষ অর্থাৎ 61 টাকার জিও ডেটা বুস্টার প্যাকটিতে ব্যবহারকারীরা মোট 6GB ডেটা ব্যবহার করতে পারেন।

এদিকে আবার 100 টাকার উপরেও Jio ডেটা বুস্টার প্যাক রয়েছে। সেই প্ল্যান দুটির খরচ যথাক্রমে 121 টাকা এবং 222 টাকা। এই দুই প্ল্যানে গ্রাহকরা 12GB এবং 50GB ডেটা পেয়ে যান। এখন আপনার এলাকায় যদি 5G নেটওয়ার্ক কভারেজ থাকে, তাহলে ডেটার ব্যবহার নিয়ে আপনাকে বিন্দুমাত্রও চিন্তা করতে হবে না।