Jio 5g Service: আরও 27 জায়গায় চালু হল Jio-র 5G নেটওয়ার্ক, 4G SIM-এ কীভাবে পাবেন 5G সার্ভিস?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 10, 2023 | 9:30 AM

Reliance Jio 5G Network: দেশের আরও 27টি শহরে হাই-স্পিড 5G পরিষেবা চালু করেছে জিও (Jio)। মোট 13 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে রয়েছে 27 টি শহরের ব্য়বহারকীরা এবার 5G পরিষেবা উপভোগ করতে পারবেন। কীভাবে 4G SIM-এ 5G সার্ভিস পাবেন দেখে নিন।

Jio 5g Service: আরও 27 জায়গায় চালু হল Jio-র 5G নেটওয়ার্ক, 4G SIM-এ কীভাবে পাবেন 5G সার্ভিস?

Follow Us

Jio 5g Service In 27 More Cities: দেশের আরও 27টি শহরে হাই-স্পিড 5G পরিষেবা চালু করেছে জিও (Jio)। মোট 13 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে রয়েছে 27 টি শহরের ব্য়বহারকীরা এবার 5G পরিষেবা উপভোগ করতে পারবেন। বর্তমানে কোম্পানির 5G নেটওয়ার্ক মোট 331টি শহরে পৌঁছেছে। চলতি মাসের গোড়ার দিকে সংস্থাটির চেয়ারম্যান আকাশ আম্বানি (Akash Ambani) জানিয়েছিলেন যে, “2023 সালের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি শহর-গ্রামে এই হাই স্পিড নেট পরিষেবা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে জিও।” তবে চলুন, যে 27 টি শহরে সম্প্রতি Jio True 5G সার্ভিস চালু হয়েছে, তার সম্পূর্ণ তালিকাটি দেখে নেওয়া যাক।

রিলায়েন্স জিও (Reliance Jio) এক বিবৃতিতে জানিয়েছে, পরিষেবাটি তাদিপত্রী (অন্ধ্রপ্রদেশ), ভাটাপাড়া (ছত্তিশগড়), অনন্তনাগ (জম্মু ও কাশ্মীর), ভদ্রবতী, রামনগর, দোদ্দাবল্লপুরা, চিন্তামণি (কর্ণাটক), চাঙ্গানাসেরি, মুভাট্টুপুজা, কোডুঙ্গালুর (কেরালা), কাটনি মুরওয়ারা (মধ্যপ্রদেশ), সাতারা (মহারাষ্ট্র), পাঠানকোট (পাঞ্জাব), পোল্লাচি, কোভিলপট্টি (তামিলনাড়ু), সিদ্দিপেট, সাঙ্গারেড্ডি, জগতিয়াল, কোথাগুডেম, কোদাদ, তান্দুর, জাহিরাবাদ, নির্মল (তেলেঙ্গানা), রামপুর (উত্তরপ্রদেশ), কাশীপুর, রামনগর (উত্তরাখণ্ড) এবং বাঁকুড়া (পশ্চিমবঙ্গ)মিলিয়ে এই 27-টি শহরে রিলায়েন্স জিও ব্যবহারকারীদের জিও ওয়েলকাম অফারের (Jio Welcome Offer) অধীনে 1 Gbps স্পিডে আনলিমিটেড ডেটা দেবে।

এবিষয়ে রিলায়েন্স জিওর মুখপাত্র (Spokesperson) বলেছেন, “আমরা চাই কোম্পানির প্রতিটি ব্যবহারকারী Jio True 5G প্রযুক্তির সুবিধা পান। এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রতিটি শহরে এই পরিষেবাগুলি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছি আমরা। এটি বিশ্বের বৃহত্তম স্বতন্ত্র 5G নেটওয়ার্ক কোম্পানি হয়ে উঠবে। খুব তাড়াতাড়ি দেশবাসী সুপারফাস্ট 5G ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন। 2023 সাল শেষ হওয়ার আগে গোটা দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রামে 5G সার্ভিস পাওয়া যাবে। ”

এই শহরগুলির বাসিন্দারা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের 5G স্মার্টফোনে বিদ্যমান 4G সিম মারফতই Reliance Jio-র আনলিমিটেড 5G নেট সার্ভিস ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যাদের কাছে লেটেস্ট 4জি সিম রয়েছে সেই সিমগুলি আগে থেকেই 5G সাপোর্ট করে। অর্থাৎ 4G SIM-এই 5G সার্ভিস পাওয়া যাবে। তবে 5G পরিষেবা উপভোগের জন্য একটি 5G স্মার্টফোন অবশ্যই দরকার।

কীভাবে 4G SIM-এ 5G সার্ভিস পাবেন?

আপনার এলাকায় 5G পরিষেবা এসে থাকলে, 5G স্মার্টফোনে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। তাহলেই 4G SIM-এ 5G সার্ভিস পেয়ে যাবেন।

1) প্রথমে স্মার্টফোনের ‘Settings’ অ্যাপ ওপেন করুন।

2) এরপর ‘Mobile Network’ সিলেক্ট করুন।

3) যে সিমে 4G এর জায়গায় 5G অন করতে চান সেটিতে ক্লিক করুন।

4) তারপর ‘Preferred network type’ অপশন দেখতে পাবেন। এতে ট্যাপ করুন এবং 5G নেটওয়ার্ক টাইপ সিলেক্ট করুন। আপনার এলাকায় 5G সার্ভিস চালু হয়ে গিয়ে থাকলে, কয়েক মিনিটের মধ্যেই আপনি ফোনের স্ট্যাটাস বারে 5G সাইন দেখতে পাবেন।

Next Article