Jio-র সবথেকে সস্তার 5G প্ল্যান, মাত্র 219 টাকায় রোজ 3GB ডেটা, সঙ্গে 2GB FREE

Reliance Jio তার 219 টাকার প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 3GB করে হাই-স্পিড ডেটা অফার করছে। প্ল্যানটি 14 দিনের জন্য বৈধ। অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে এই Jio Plan-এ গ্রাহকরা মোট 42GB ডেটা পেয়ে যাবেন।

Jio-র সবথেকে সস্তার 5G প্ল্যান, মাত্র 219 টাকায় রোজ 3GB ডেটা, সঙ্গে 2GB FREE
Jio-র জবরদস্ত 5G ডেটা প্ল্যান।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 21, 2023 | 2:06 PM

Reliance Jio-র 5G ডেটা স্পিড কতটা দ্রুততর, পরখ করে দেখেছেন? যদি তা না করে থাকেন, তাহলে চমৎকার অফার রয়েছে। জানলে খুশি হবেন, তার জন্য বেশি টাকা খরচও করতে হবে না। মুম্বইয়ের টেলিকম জায়ান্টটির ঝুলিতে এমনই রিচার্জ প্ল্যান রয়েছে, যার জন্য গ্রাহকদের 220 টাকারও কম খরচ করতে হবে। তার পরিবর্তে প্ল্যানটিতে কাস্টমাররা পেয়ে যাবেন প্রতিদিন 3GB করে ডেটা। মজাদার বিষয়টি হল, এত কম খরচে Jio ব্যবহারকারীরা একদিকে যেমন প্রতিদিন 3GB ডেটা পেয়ে যাচ্ছেন, তেমনই আবার তাতে হাই-স্পিড ডেটা এবং 5G-ও অফার করা হচ্ছে। এখন দেশে IPL শুরু হয়েছে। প্রতিদিন IPL ম্যাচগুলি দেখতে যাঁরা অতিরিক্ত ডেটার খোঁজ করছেন, তাঁদের জন্য Jio 5G Planটি যথাযথ। কত টাকা খরচ হবে এই জিও প্ল্যান রিচার্জ করতে, কী-কী অফারই বা রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Jio 219 টাকার প্ল্যান

Reliance Jio তার 219 টাকার প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 3GB করে হাই-স্পিড ডেটা অফার করছে। প্ল্যানটি 14 দিনের জন্য বৈধ। অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে এই Jio Plan-এ গ্রাহকরা মোট 42GB ডেটা পেয়ে যাবেন। তবে এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় অফার হল, আপনি এতে 2GB ডেটা অতিরিক্ত হিসেবে পেয়ে যাবেন। সুতরাং, প্ল্যানটিতে সব মিলিয়ে 44GB হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

অফারের এখানেই শেষ নয়। এরপরেও আপনি Jio 219 টাকার প্ল্যানে পেয়ে যাবেন প্রতিদিন 100টি করে SMS পাঠানোর অফার। দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও উপভোগ করতে পারবেন কাস্টমাররা। অতিরিক্ত অফারের দিক থেকে রয়েছে JioTV, JioCinema, JioSecurity, JioCloud-এর ফ্রি অ্যাক্সেস।

সবথেকে সস্তার Jio 5G ডেটা প্ল্যান

Reliance Jio-র এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন 5G ডেটা। এখনও পর্যন্ত এটাই কোম্পানির সবথেকে সস্তার 5G ডেটা প্ল্যান, যার জন্য Jio ব্যবহারকারীদের মাত্র 219 টাকা খরচ করতে হয়। এর থেকে কমে মুম্বইয়ের টেলিকম জায়ান্টের কাছে এমন কোনও প্ল্যান নেই, যেখানে আনলিমিটেড 5G ডেটা অফার করা হয়।