Jio-র এই তিন প্ল্যানে এখন 40GB অতিরিক্ত ডেটা, IPL-এর মজা এখন দ্বিগুণ
Reliance Jio তার কাস্টমারদের 40GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে অফার করছে। Jio ব্যবহারকারীরা যাতে নিরবচ্ছিন্ন ভাবে JioCinema অ্যাপ থেকে IPL ম্যাচ দেখতে পারেন, সেই সুবিধার্থেই অফারটি চালু করা হয়েছে।
IPL 2023 শুরু হওয়ার সময় Reliance Jio বেশ কয়েকটি ক্রিকেট প্ল্যান নিয়ে হাজির হয়েছিল। প্ল্যানগুলিতে প্রতিদিন 3GB করে ডেটা, আনলিমিটেড কলিং এবং তার সঙ্গে 5G নেটওয়ার্কেরও অ্যাক্সেস দেওয়া হয় কাস্টমারদের। এখানেই শেষ নয়। এবার Reliance Jio তার কাস্টমারদের 40GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে অফার করছে। Jio ব্যবহারকারীরা যাতে নিরবচ্ছিন্ন ভাবে JioCinema অ্যাপ থেকে IPL ম্যাচ দেখতে পারেন, সেই সুবিধার্থেই অফারটি চালু করা হয়েছে। Jio-র নতুন যে প্ল্যানগুলি আইপিএলের জন্য নিয়ে আসা হয়েছে, সেগুলির খরচ যথাক্রমে 219 টাকা, 399 টাকা ও 999 টাকা। এই সব প্ল্যানেই এবার থেকে দৈনিক 3GB ডেটার পরেও অতিরিক্ত 40GB ডেটা পেয়ে যাবেন কাস্টমাররা। এছাড়াও আনলিমিটেড কলিং, SMS-সহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে প্ল্যানগুলিতে।
Jio 219 টাকার প্ল্যান
প্রতিদিন এই প্ল্যানে কাস্টমারদের 3GB করে ডেটা অফার করা হয়। সেই সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং, 100টা করে SMS এবং সমস্ত Jio Apps-এর ফ্রি সাবস্ক্রিপশন। প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। অর্থাৎ দুই সপ্তাহের জন্য এই প্ল্যানের সব অফার আপনি উপভোগ করতে পারবেন। আর একটি চমৎকার অফার রয়েছে প্ল্যানটিতে। আপনি 25 টাকার একটি 2GB অ্যাড-অন ভাউচার কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাবেন।
Jio 399 টাকার প্ল্যান
আনলিমিটেড কলিং, প্রতিদিন 3GB করে ডেটা, 100টা করে SMS এবং সমস্ত Jio Apps-এর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন কাস্টমাররা। প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। স্পেশ্যাল অফারে এই প্ল্যানে 6GB ডেটা অ্যাড-অন ভাউচার দেওয়া হবে, যার খরচ 61 টাকা। কিন্তু আপনি তা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।
Jio 999 টাকার প্ল্যান
রয়েছে আরও একটি জম্পেশ প্ল্যান। তার ভ্যালিডিটি একটু বেশিই, 84 দিন। সেই অনুযায়ী খরচও অনেকটাই বেশি। এই ক্রিকেট প্ল্যানের জন্য Jio ব্যবহারকারীদের 999 টাকা খরচ করতে হবে। তবে বেশি খরচে কাস্টমাররা বিপুল পরিমাণ ডেটা পেয়ে যাবেন। 84 দিন রোজ এই প্ল্যানে 3GB করে ডেটা-র অফার রয়েছে গ্রাহকদের জন্য। এখন এই প্ল্যানেই আপনি স্পেশ্যাল অফারে 40GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন, যার জন্য আখেরে 241 টাকা খরচ করতে হয়।
Jio-র এই অতিরিক্ত পরিমাণ ডেটার অফার সীমিত সময়ের জন্য। তাই, দ্রুত প্ল্যানগুলির যে কোনও একটি রিচার্জ করে নিন।