Jio থাকলেই এবার আনলিমিটেড ওয়েব সিরিজের মজা, পাবেন ফ্রি-তে Netflix সাবস্ক্রিপশন

Reliance Jio Recharge: 1,499 টাকার প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা দেওয়া হবে। উভয় প্ল্যানের বৈধতাই 84 দিন। Netflix সাবস্ক্রিপশন ইতিমধ্যেই আপনি Jio পোস্টপেড এবং Jio Fiber প্ল্যানগুলিতে পেয়ে যাবেন। কিন্তু এই প্রথম প্রিপেইড প্ল্যানে Netflix সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

Jio থাকলেই এবার আনলিমিটেড ওয়েব সিরিজের মজা, পাবেন ফ্রি-তে Netflix সাবস্ক্রিপশন

| Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 19, 2023 | 10:01 AM

টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও দু’টি নতুন প্ল্যান চালু করেছে। আর এই প্ল্যানে আপনি Netflix সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে আর আলাদা করে OTT প্ল্যাটফর্মের জন্য রিচার্জ করতে হবে না। আপনি এই একটা রিচার্জেই Netflix-এ আপনার পছন্দ মতো সব দেখতে পারবেন। এই নতুন দু’টি প্ল্যানের নাম দেওয়া হয়েছে Jio-Netflix প্রিপেইড প্ল্যান। তাদের দাম 1,099 টাকা এবং 1,499 টাকা। 1099 টাকার প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হবে। আর 1,499 টাকার প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা দেওয়া হবে। উভয় প্ল্যানের বৈধতাই 84 দিন। Netflix সাবস্ক্রিপশন ইতিমধ্যেই আপনি Jio পোস্টপেড এবং Jio Fiber প্ল্যানগুলিতে পেয়ে যাবেন। কিন্তু এই প্রথম প্রিপেইড প্ল্যানে Netflix সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

বিশ্বে এই প্রথমবার একটি বান্ডেলড টেলকো প্রিপেইড প্ল্যান Netflix সাবস্ক্রিপশন অফার করছে। এই প্ল্যানে Jio-এর 40 কোটিরও বেশি প্রিপেইড গ্রাহকরা Netflix সাবস্ক্রিপশন সহ প্ল্যান বেছে নেওয়ার অপশন পাবেন। নেটফ্লিক্সে সব জনপ্রিয় টিভি শো বা সিনেমা দেখতে পারবেন। উভয় প্ল্যানই Jio-এর অন্যান্য প্ল্যানের মতো অনলাইন বা অফলাইন রিচার্জ রয়েছে।

জিও প্ল্যাটফর্ম লিমিটেডের সিইও কিরণ থমাস বলেছেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য এই ধরনের পরিষেবা চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রিপেইড প্ল্যানগুলি যাতে আরও বেশি মানুষ ব্যবহার করে, তাই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।” গ্রাহকরা একাধিক ডিভাইসে Netflix অ্যাপ ডাউনলোড করতে পারেন। তবে মনে রাখবেন এটি একবারে একটি মাত্র ডিভাইসে দেখা যাবে। 1499 টাকার প্ল্যানে, নেটফ্লিক্স টিভি বা ল্যাপটপের মতো যে কোনও বড় স্ক্রিনেও স্ট্রিম করা যেতে পারে।