Reliance Jio-র ঝুলিতেই রয়েছে এই মুহূর্তে টেলিকম ইন্ডাস্ট্রির সবথেকে দামি রিচার্জ প্ল্যান। বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে একমাত্র Jio-র রিচার্জ প্ল্যানগুলি একটা বড় অংশের মানুষ পছন্দ করেন। তার মূল কারণ হল, Reliance Jio প্ল্যানগুলির খরচ খুবই কম। আর সেই অল্প দামেই প্ল্যানগুলি ব্যবহারকারীদের কাছে জরুরি প্রায় সব অফারই পৌঁছে দেয়। এখন, এই দামি প্ল্যানটি চুপিসাড়ে বাজারে নিয়ে এসেছে মুকেশ আম্বানির টেলকো। প্ল্যানটির খরচ সম্পর্কে জানলে আপনি অবাক হবেন! দেশের সবথেকে দামি রিচার্জ প্ল্যানের জন্য উপভোক্তাদের 3,662 টাকা। কিন্তু এত টাকা খরচ করে একটা প্ল্যান রিচার্জ করে আপনি দিনের শেষে কী এমন অফার পাবেন, সেই তথ্যই জেনে নেওয়া যাক।
Jio-র 3,662 টাকার প্ল্যান
1) এই প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল তার ভ্যালিডিটি। 3,662 টাকার Jio প্ল্যানটি রিচার্জ করলে আপনি এক বছরের ভ্যালিডিটি পেয়ে যাবেন।
2) প্ল্যানটিতে প্রতিদিন 2.5GB করে ডেটা ব্যবহার করতে পারবেন কাস্টমাররা। অর্থাৎ সারা বছরের হিসেবে করে যদি দেখা যায়, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন মোট 912.5GB ডেটা। শুধু তাই নয়। আনলিমিটেড 5G ডেটাই এই প্ল্যানে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা।
3) অন্যান্য সব Jio প্ল্যানের মতোই এতেও রয়েছে দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং প্রতিদিন 100টা করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোরও সুযোগ।
এই প্ল্যান এত দামি কেন?
Reliance Jio-র এই 3,662 টাকার প্ল্যানটি দামি হওয়ার মূল কারণ হল তার একাধিক ওটিটি অফারিং অর্থাৎ ওভার দ্য টপ বেনিফিটস। এই প্ল্যানে আপনি JioTV অ্যাপের মাধ্যমেই SonyLIV এবং ZEE5-এর সাবস্ক্রিপশন অফার পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যেই। এক বছর ধরে প্রায় 900GB-রও বেশি ইন্টারনেট, আনলিমিটেড কলিং, এত বিপুল সংখ্যক SMS ও সর্বোপরি এই মুহূর্তের দুই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের অফারের জন্য রিলায়েন্স জিও-র এই প্ল্যানটি এতটাই দামি।