Jio New Plans: ক্রিকেটের মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। 5 অক্টোবর, বৃহস্পতিবার Cricket World Cup 2023-এর উদ্বোধনী ম্যাচটি আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে খেলা হয়ে গেল। এবারের ক্রিকেট বিশ্বকাপ চলবে 19 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে। ক্রিকেটজ্বর যখন দেশবাসীকে গ্রাস করেছে, ঠিক সেই সময়েই মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Reliance Jio তার ব্যবহারকারীদের দুর্দান্ত সুযোগ করে দিল। কী সেই সুযোগ? সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপের ম্যাচগুলি দেখার সুযোগ করে দিল মুম্বইয়ের টেলিকম জায়ান্ট। মোট ছয়টি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে Jio, যেগুলিতে ব্যবহারকারীদের ফ্রি-তে Disney+ Hotstar সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে।
তবে আপনার মোবাইলে যদি Disney+ Hotstar অ্যাপটি ইনস্টল করা থাকে, তাহলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ দেখতে পারবেন। কারণ, ফ্রি স্ট্রিমিং অপশনটি নিয়ে আসা হয়েছে কেবল মোবাইল ডিভাইসের জন্যই। এখন আপনি যদি মনে করেন, টিভি, ল্যাপটপের মতো বড় স্ক্রিনে CWC 2023-এর ম্যাচগুলি লাইভ দেখবেন, সেক্ষেত্রে আপনাকে Disney+ Hotstar সাবস্ক্রাইব করতে হবে। সুখবরটি হল, Jio তার ব্যবহারকারীদের এই সাবস্ক্রিপশন অফার করছে বাছাই করা বেশ কিছু রিচার্জ প্ল্যানে।
Reliance Jio তার ব্যবহারকারীদের জন্য এমন চারটি প্ল্যান নিয়ে এসেছে, যেখানে তিন মাসের জন্য Disney+ Hotstar সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে। সেই প্রিপেড প্ল্যানগুলির খরচ যথাক্রমে 328 টাকা, 388 টাকা, 758 টাকা এবং 808 টাকা। অতিরিক্ত অফারের দিক থেকে এই প্ল্যানগুলিতে থাকছে প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ, আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং সমস্ত Jio Apps-এর ফ্রি অ্যাক্সেস।
3 মাস সম্পূর্ণ বিনামূল্যে Disney+ Hotstar
* 328 টাকার Jio প্ল্যান: এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 1.5GB করে ডেটা অফার করা হয়। প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।
* 388 টাকার Jio প্ল্যান: রিচার্জ প্যাকটিতে ব্যবহারকারীদের 2GB করে ডেটা অফার করা হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
* 758 টাকার Jio প্ল্যান: প্রতিদিন এই প্ল্যানে 1.5GB করে ডেটার অফার পাওয়া যাবে। প্ল্যানটির মেয়াদ 84 দিন।
* 808 টাকার Jio প্ল্যান: এই প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন 84 দিনের জন্য।
তবে শুধুই এই চারটি ডিজ়নি প্লাস হটস্টার প্যাক নয়। এছাড়াও Reliance Jio আরও দুটি প্ল্যান নিয়ে এসেছে। সেই দুটি প্ল্যানেই ব্যবহারকারীদের 2GB করে ডেটা অফার করা হচ্ছে। সেই প্ল্যানগুলির খরচের তারতম্য তাদের ভ্যালিডিটির উপরে ভিত্তি করে:-
598 টাকার Jio প্ল্যান: এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB করে ডেটা পেয়ে যাবেন। প্ল্যানটির বৈধতা 28 দিন।
3,178 টাকার Jio প্ল্যান: এই প্যাকটি রিচার্জ করলে জিও ব্যবহারকারীরা রোজ 2GB করে ডেটা উপভোগ করতে পারবেন। আকর্ষণীয় বিষয় হল এই প্ল্যানের ভ্যালিডিটি। একবার রিচার্জ করলে আপনি এক বছরের ভ্যালিডিটি পেয়ে যাবেন প্ল্যানটিতে।
এরপরেও আবার রয়েছে ডেটা অ্যাড-অন প্ল্যান, যার জন্য ব্যবহারকারীদের 331 টাকা খরচ করতে হবে। 30 দিনের জন্য এই প্ল্যানে Jio ইউজাররা 40GB অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গেই আবার থাকছে তিন মাসের জন্য Disney+ Hotstar সাবস্ক্রিপশন।