
Jio Latest Plan: দেখতে দেখতে ঘুরতে চলল একটা বছর। কিন্তু, সেই বছরটা কি দেশের মোবাইল সাবস্ক্রাইবারদের জন্য ভাল ছিল? ভাল-খারাপ মিশিয়েই ছিল। কারণ, চলতি বছরের শুরুতে যেমন টেলিকম সংস্থাগুলি নিজেদের ট্যারিফ খরচ বাড়িয়েছিল। তেমনই আবার Reliance Jio এবং Airtel-এর মতো সংস্থাগুলি 5G পরিষেবাও লঞ্চ করেছে। যদিও এর মধ্যে ইঙ্গিত মিলেছে, 2023 সালের শুরুতে Jio ও Airtel তাদের রিচার্জ প্ল্যানের খরচ বাড়াবে। তবে, বছর ঘোরার আগেই Jio তার গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির হল। কী সেই খবর?

Reliance Jio তার ব্যবহারকারীদের জন্য Happy New Year 2023 প্ল্যান নিয়ে এসেছে। আর সেই প্ল্যানের জন্যও গ্রাহকদের 2,023 টাকা খরচ করতে হবে। শুধু তাই নয়। সেই সঙ্গেই আবার 2,999 টাকার প্ল্যানেও অতিরিক্ত কিছু বেনিফিট যোগ করেছে রিলায়েন্স জিও।

Jio-র 2,023 টাকার প্ল্যানে কী রয়েছে? রিলায়েন্স জিও তার 2,023 টাকার প্ল্যানে ব্যবহারকারীদের একাধিক অফার দিচ্ছে। প্ল্যানটি গ্রাহকদের প্রতিদিন 2.5GB ইন্টারনেট দিচ্ছে। সমগ্র ভ্যালিডিটি পিরিওড পর্যন্ত জিও প্ল্যানটিতে ব্যবহারকারীরা সব মিলিয়ে মোট 630GB আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন।

তবে প্ল্যানটিতে সমগ্র ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64kbps-এ নেমে যাবে। আনলিমিটেড কলিংয়ের সুবিধা থাকছে, সেই সঙ্গে প্রতিদিন 100টি করে SMS-ও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। Jio 2023 টাকার প্ল্যানে ব্যবহারকারীদের সমস্ত Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হচ্ছে। পাশাপাশি রয়েছে প্রাইম মেম্বারশিপ সাবস্ক্রিপশন, যা কেবল নতুন ইউজারদের জন্য উপলব্ধ।

যদি ভাবেন, 2000 টাকারও বেশি খরচ করে প্ল্যানটিতে আপনি এক বছরের বৈধতা পেয়ে যাবেন তা কিন্তু নয়। লেটেস্ট Jio প্ল্যানটি 252 দিনের জন্য বৈধ। অর্থাৎ 28 দিনের ব্যবধানে মোট নয়টি সাইকেলে এই নতুন প্ল্যান অফার করা হচ্ছে। সে যাই হোক না কেন, এই বৈধতার জন্যও আপনাকে যে খরচটা করতে হচ্ছে তা নেহাত কম নয়।

Jio-র 2,999 টাকার প্ল্যানে কী পরিবর্তন? এই প্ল্যানেও রিলায়েন্স জিও তার ব্যবহারকারীদের প্রতিদিন 2.5GB করে ডেটা অফার করে। সব মিলিয়ে প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যান 912.5GB ডেটা। তবে এখন প্ল্যানটির সঙ্গে আরও অতিরিক্ত 75GB ডেটা অফার করা হবে। শুধু তাই নয়। 23 দিনের অতিরিক্ত বৈধতাও অফার করা হবে।

2,999 টাকার Jio প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 100টি করে SMS অফার করা হয়। পাশাপাশি আনলিমিটেড কলিংয়ের মতোও অফার রয়েছে প্ল্যানটিতে। এর আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 365 দিন বা এক বছর। সমস্ত Jio Apps-এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশনও এই প্ল্যানে অফার করা হচ্ছে।

এদিকে আবার Jio একটি 749 টাকার প্রিপেড প্ল্যানও লঞ্চ করেছে। 90 দিন বৈধতার সেই প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে প্রতিদিন 2GB করে ডেটাও অফার করা হচ্ছে। এছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি করে SMS এবং সমস্ত Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুবিধা।