
Reliance Jio তার ব্যবহারকারীদের জন্য নতুন পাঁচটি প্ল্যান নিয়ে হাজির হল। মজার বিষয়টি হল, এই প্রথম টেলিকম সংস্থাটি তাঁদের মিউজ়িকপ্রেমীদের কথা মাথায় রেখে কিছু প্ল্যান লঞ্চ করেছে। Jio-র সেই নতুন প্রিপেড প্যাকগুলিতে গ্রাহকদের Jio Saavn Pro-র সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে এবং তা সম্পূর্ণ বিনামূল্যে। তার পাশাপাশি আবার রিচার্জ প্যাকগুলিতে আপনি যেমন আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন, তেমনই আবার থাকছে 1GB-র বেশি দৈনিক ডেটা ও আরও অনেক কিছু। সেই নতুন Jio Saavn Pro প্রিপেড প্ল্যানগুলির খরচ শুরু হচ্ছে 269 টাকা থেকে এবং তা শেষ হচ্ছে 789 টাকায়। Jio-র সেই নতুন রিচার্জ প্ল্যানগুলির বৈধতা, ডেটার অফার সহ অন্যান্য সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
1) রিলায়েন্স জিও-র এই JioSaavn Pro সাবস্ক্রিপশনের প্রাথমিক প্ল্যানের জন্য গ্রাহকদের 269 টাকা খরচ করতে হবে। এই রিচার্জ প্যাকটি 28 দিনের জন্য বৈধ এবং সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে প্রতিদিন ব্যবহারকারীদের 1.5GB ডেটা অফার করা হবে। সেই সঙ্গেই আবার রয়েছে প্রতিদিন আনলিমিটেড কলিং ও SMS অফার, যা সম্পূর্ণ বিনামূল্যে দেশের যে কোনও প্রান্তে এবং যে কোনও নেটওয়ার্কে করতে পারবেন Jio ব্যবহারকারীরা।
2) তার ঠিক পরের প্ল্যানের খরচ ছাড়িয়ে যাচ্ছে 500 টাকার গণ্ডি। সেই JioSaavn Pro সাবস্ক্রিপশন প্ল্যানে গ্রাহকদের 529 টাকা খরচ করতে হবে। আগের মতোই এই প্ল্যানেও প্রতিদিন গ্রাহকদের 1.5GB করে হাই-স্পিড ডেটা অফার করা হবে। এই প্যাকের সবথেকে ভাল অফারটি হল, এতে অ্যাড-ফ্রি মিউজ়িক ও আনলিমিটেড JioTune দেওয়া হবে গ্রাহকদের। পাশাপাশি অন্যান্য প্ল্যানের মতোই এই প্ল্যানটিতেও থাকছে আনলিমিটেড কলিং এবং SMS অফার।
3) পরের প্ল্যানটি রিচার্জ করতে Jio গ্রাহকদের 589 টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন 56 দিনের বৈধতা। প্রতিদিন 2GB ডেটার অফার থাকছে এই প্ল্যানে। আগের রিচার্জ প্যাকের মতোই থাকছে অ্যাড-ফ্রি মিউজ়িক ও আনলিমিটেড JioTune, যার জন্য গ্রাহকদের এক টাকাও অতিরিক্ত খরচ করতে হবে না। রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন আনলিমিটেড SMS-এর অফার।
4) বাকি প্ল্যানগুলির খরচ 700 টাকার বেশি। তাদের মধ্যে 739 টাকার প্ল্যানের বৈধতা 84 দিন। এই প্ল্যানেও প্রতিদিন গ্রাহকরা পেয়ে যাবেন 1.5GB ডেটা। অন্যান্য সুবিধার মতো রয়েছে আনলিমিটেড কলিং ও ফ্রি এসএমএস-এর অফারও।
5) আর একটি প্ল্যানের জন্য Jio ব্যবহারকারীদের 789 টাকা খরচ করতে হবে। এই প্ল্যানটি রিচার্জ করলে Jio ইউজাররা পেয়ে যাবেন 84 দিনের ভ্যালিডিটি। আর এই সমগ্র ভ্যালিডিটি পিরিয়ড জুড়েই জিও ইউজাররা পেয়ে যাবেন 2GB ডেটা। অন্যান্য অফারের মধ্যে থাকছে ফ্রি কলিং, আনলিমিটেড SMS এবং Jiotune-এর সুবিধা।
এই JioSaavn Pro সাবক্রিপশন প্ল্যান অ্যাক্টিভ করবেন কীভাবেয
1) প্ল্যানগুলি অ্যাক্টিভ করতে আপনাকে MyJio অ্যাপ, Jio-র অফিসিয়াল ওয়েবসাইট বা Jio স্টোরে যেতে হবে।
2) সেখান থেকেই আপনি JioSaavn বান্ডলড্ প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।
3) এবার যে মোবাইল নম্বরে আপনি JioSaavn Pro বান্ডলড্ প্ল্যান রিচার্জ করেছেন, সেই ফোনে JioSaavn মোবাইল অ্যাপ ডাউনলোড করুন, রিচার্জের মাধ্যমে আসা লিঙ্ক থেকেষ
4) অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে সাইন-ইন করুন। তাহলেই আপনি এবার এখান থেকে গান শুনতে পারবেন এবং প্ল্যানের অন্যান্য অফারের সুবিধা উপভোগ করতে পারবেন।