
Reliance Jio তার ব্যবহারকারীদের জন্য 84 দিন ভ্যালিডিটির দুটি দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে। সেই দুই প্ল্যান রিচার্জ করতে কাস্টমারদের খরচ করতে হবে যথাক্রমে 739 টাকা এবং 789 টাকা। দুটি প্ল্যানেরই সবথেকে চমৎকার অফার হল JioSaavn Pro-র ফ্রি সাবস্ক্রিপশন অফার। প্ল্যান দুটিতে কী-কী অফার রয়েছে, দেখে নেওয়া যাক।
739 টাকার Jio প্ল্যান
এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের 84 দিনের ভ্যালিডিটি অফার করা হবে। প্রতিদিন প্ল্যানটিতে রয়েছে 1.5GB ডেটার অফার। সব মিলিয়ে এই প্ল্যানে 126GB ডেটার অফার পেয়ে যান গ্রাহকরা। তবে ডেইলি ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64 Kbps-এ নেমে যায়। অতিরিক্ত অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ। এছাড়া এই প্ল্যানে JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো একাধিক Jio Apps ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
789 টাকার Jio প্ল্যান
এই প্ল্যানেও রয়েছে আগের প্ল্যানটির মতোই একাধিক সুবিধা। 84 দিন ভ্যালিডিটি অফার করা হয় প্ল্যানটিতে। সেই সঙ্গেই রয়েছে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100টা করে SMS পাঠানোর অফার। তবে আগের প্ল্যানে যেখানে প্রতিদিন 1.5GB করে ডেটা অফার করা হচ্ছে, সেই জায়গায় এই প্ল্যানটিতে প্রতিদিন 2GB করে ডেটা পেয়ে যাবেন কাস্টমাররা। সব মিলিয়ে 789 টাকার Jio প্ল্যানে ব্যবহারকারীরা মোট 168GB হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন। অন্যান্য অফারের মধ্যে রয়েছে JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা।
এই প্ল্যানে 5G ইন্টারনেটের আনন্দ উপভোগ করতে আপনাকে সর্বাগ্রে Jio 5G অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য কী-কী করতে হবে, দেখে নিন।
1) প্রথমে আপনাকে ফোনের সেটিংস অপশনে যেতে হবে।
2) মোবাইল নেটওয়ার্কে ট্যাপ করুন।
3) Jio SIM বেছে নিন এবং প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ অপশনটিতে ক্লিক করুন।
4) এবার 5G অ্যান্ড স্ট্যান্ডআলোন নেটওয়ার্ক সিলেক্ট করুন।