Reliance Jio-র ঝুলিতে সবথেকে কম খরচের এবং কম দিনের ভ্যালিডিটির একটি প্ল্যান রয়েছে। সেই প্ল্যান রিচার্জ করতে কাস্টমারদের মাত্র 61 টাকা খরচ করতে হয়। এখন এই প্ল্যানেই মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি বোনাস ডেটা অফার করছে। প্ল্যানটি নতুন নয়, অনেকে হয়তো প্ল্যানটি রিচার্জও করেন। বিগত কয়েক বছরে ডিজিটাল কনটেন্টের ধরন যে ভাবে বদলেছে, ঠিক সেই ভাবেই মানুষের ডেটা কনজ়াম্পশনের চাহিদাও বেড়েছে। আর সেই চাহিদা পূরণ করতেই Jio তার কাস্টমারদের কম ভ্যালিডিটিতে অনেকটাই ডেটা অফার করা হচ্ছে। এই প্ল্যানের পাশাপাশি 399 টাকারও একটি প্ল্যান অফার করে রিলায়েন্স জিও।
মনে রাখতে হবে, এই প্ল্যানটি তাঁদের জন্য খুব একটা ভাল হবে না যাঁরা মাঝারি বা একটু দীর্ঘ মেয়াদের রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন। এখন এই 399 টাকার Jio Recharge Plan-এ কী-কী অফার রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক।
Jio 399 টাকার প্রিপেড প্ল্যান
Jio তার 399 টাকার রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের 28 দিনের ভ্যালিডিটি অফার করে। প্ল্যানটি একটু দামি ঠিকই তবে তার পরিবর্তে কাস্টমারদের প্রতিদিন 3GB করে ডেটা অফার করা হয়। শুধু তাই নয়। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তারা এখন এই প্ল্যানের সঙ্গে 61 টাকার বোনাস ডেটা প্ল্যানটিও অফার করবে। অর্থাৎ ব্যবহারকারীরা এই প্ল্যানের সঙ্গে এখন অতিরিক্ত আরও 6GB ডেটা পেয়ে যাবেন। সব মিলিয়ে মাত্র 28 দিনের ব্যবধানে Jio ইউজাররা 90GB ডেটা পেয়ে যাবেন।
অফারের এখানেই শেষ নয়। সেই সঙ্গেই আবার রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ এবং সমস্ত Jio অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। মনে রাখবেন, এই প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা Jio-র কাছ থেকে আনলিমিটেড 5G ডেটা পেয়ে যাবেন। প্রসঙ্গত, এই মুহূর্তে দেশের 6000 শহর এবং মফঃস্বলে 5G কভারেজ পৌঁছে দিতে পেরেছে Jio। 2023 সালের শেষের মধ্যেই সংস্থাটি সমগ্র দেশে তাদের 5G নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাবে। এছাড়া 239 টাকার রিচার্জ প্ল্যানেও এখন Jio আনলিমিটেড 5G ডেটা অফার করছে।