Jio-র এই দুই প্ল্যান 30 দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, 100GB ডেটা, সঙ্গে আনলিমিটেড কলিং

Jio Free Trial: এই প্ল্যান দুটির খরচ যথাক্রমে 399 টাকা ও 699 টাকা। Jio-র মোবাইল পোস্টপেড কানেকশন যাঁরা ব্যবহার করতে চান, তাঁদের জন্য এই দুই প্ল্যানই চমৎকার হতে পারে।

Jio-র এই দুই প্ল্যান 30 দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, 100GB ডেটা, সঙ্গে আনলিমিটেড কলিং
বাম্পার প্ল্যান জিও-র।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 04, 2023 | 12:11 PM

Reliance Jio তার ব্যবহারকারীদের দুটি পোস্টপেড প্ল্যানের 30 দিনের ট্রায়াল অফার করছে। এই প্ল্যান দুটির খরচ যথাক্রমে 399 টাকা ও 699 টাকা। মূলত ফ্যামিলি প্যাকের উদ্দেশ্যে নিয়ে আসা প্ল্যান দুটি কয়েক দিন আগেই নিয়ে আসা হয়েছে। অর্থাৎ, আপনি যদি প্ল্যান দুটির যে কোনও একটি ব্যবহার করেন, তাহলে কোম্পানির তরফ থেকে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও পেয়ে যাবেন অ্যাড-অন কানেকশন। Jio-র মোবাইল পোস্টপেড কানেকশন যাঁরা ব্যবহার করতে চান, তাঁদের জন্য এই দুই প্ল্যানই চমৎকার হতে পারে। এখন 30 দিনের ট্রায়াল পিরিয়ডের পরেই কাস্টমাররা সিদ্ধান্ত নিতে পারবেন, পোস্টপেড সার্ভিসের এই দুই প্ল্যান তাঁরা ব্যবহার করবেন কি না।

Reliance Jio 399 টাকার পোস্টপেড প্ল্যান

Jio-র 399 টাকার পোস্টপেড প্ল্যানে ব্যবহারকারীদের 75GB ডেটা অফার করা হয়। এই পরিমাণ ডেটা শেষ হওয়ার পরে আপনাকে প্রতি 1GB-র জন্য 10 টাকা করে খরচ করতে হবে। প্ল্যানটিতে আপনি সর্বাধিক তিনটি পর্যন্ত অ্যাড-অন কানেকশন পাবেন। সেই প্রত্যেকটা সিমে প্রতি মাসে আপনি 5GB ডেটা পেয়ে যাবেন। তাছাড়া আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টা করে SMS-ও অফার করা হচ্ছে ব্যবহারকারীদের। এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রত্যেকটা অতিরিক্ত সিমের জন্য আপনাকে প্রতি মাসে 99 টাকা খরচ করতে হবে।

এই প্ল্যান যাঁরা ব্যবহার করবেন, তাঁরা 5G আনলিমিটেড ডেটা তো পাবেনই। সেই সঙ্গে আবার JioCinema, JioCloud এবং JioTV-র অতিরিক্ত বেনিফিট পেয়ে যাবেন।

Reliance Jio 699 টাকার পোস্টপেড প্ল্যান

এখন এই 699 টাকার পোস্টপেড প্ল্যানে রিলায়েন্স জিও তার ব্যবহারকারীদের প্রতি মাসে 100GB ডেটা অফার করে। 399 টাকার প্ল্যানের মতোই এটিতেও আপনাকে প্রতি GB ডেটার জন্য 10 টাকা করে চার্জ করা হবে। এই Jio প্ল্যানে আপনার জন্য থাকছে তিনটি পারিবারিক সিম, সেই প্রত্যেকটা সিমে আপনি পেয়ে যাবেন 5GB ডেটা। Jio-র কাছ থেকে নেওয়া প্রত্যেকটা নতুন সিমের জন্য আপনাকে প্রতি মাসে 100 টাকা করে খরচ করতে হবে। তবে ভয়েস কলিং আপনাকে ফ্রি-তে আনলিমিটেড অফার করা হবে। পাশাপাশি প্রতিদিন 100টা করে ফ্রি SMS-ও অফার করা হবে।

ইউজ়াররা এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড 5G ডেটার অফার পেয়ে যাবেন। অতিরিক্ত সুবিধার দিক থেকে রয়েছে Netflix, Amazon Prime, JioTV, JioCinema এবং JioCloud এর ফ্রি সাবস্ক্রিপশন। বেসিক সাবস্ক্রিপশন হিসেবে এই প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বান্ডলড্ হিসেবে অফার করা হচ্ছে। অন্য দিকে এক বছরের জন্য অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো সাবস্ক্রিপশনের অফারও পেয়ে যাবেন রিলায়েন্স জিও ব্যবহারকারীরা।