
Jio Cheapest Plan: দেশের টেলিকম সংস্থাগুলির মধ্যে Reliance Jio-র কাছে এই মুহূর্তে সবথেকে বড় ইউজ়ারবেস রয়েছে। আর সেই বিরাট সংখ্যক Jio গ্রাহকের জন্য মুম্বইয়ের টেলিকম জায়ান্টটির কাছে রিচার্জ প্ল্যানেরও বিরাট সম্ভার রয়েছে। কিছু Jio Plan যেমন বেশি ভ্যালিডিটির, তাদের খরচও বেশি। আবার কিছু এমন প্ল্যান রয়েছে, যাদের বৈধতাও কম এবং সেই প্ল্যানগুলি রিচার্জ করতেও কম টাকা খরচ করতে হয়। তেমনই একটি প্ল্যান হল Reliance Jio-র 152 টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকদের এক মাসের ভ্যালিডিটি অফার করা হয়। সেই সঙ্গে আবার রয়েছে যথেষ্ট পরিমাণ ডেটা এবং সম্পূর্ণ বিনামূল্যে একমাসের জন্য কলিং। চমৎকার এই Jio রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
Jio-র 152 টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানে Jio ব্যবহারকারীরা 28 দিনের বৈধতা পেয়ে যান। অর্থাৎ প্ল্যানটি যদি আপনি ফেব্রুয়ারি মাসের জন্য রিচার্জ করেন, তাহলেই এক মাসের বৈধতা পাবেন। অন্যথায়, এক মাসের থেকে 2 বা 3 দিন কম ভ্যালিডিটি পাবেন এই প্ল্যানে। এত কম খরচের প্ল্যানে ডেটার অফারও নেহাত কম নয়। Jio-র 152 টাকার রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 500MB বা 0.5GB ডেটা অফার করা হবে। সব মিলিয়ে এই প্ল্যানে মাসের শেষে আপনি পেয়ে যাবেন 14GB ডেটা। যদিও ডেইলি ডেটার কোটা শেষ করে ফেললে ইন্টারনেট স্পিড কমে 64Kbps হয়ে যাবে।
অন্যান্য অফারের মধ্যে আনলিমিটেড কলিং। হ্যাঁ, এই প্যাক যাঁরা রিচার্জ করবেন, তাঁরা দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। তার পরে আবার রয়েছে প্রতিদিন 300টা করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর সুবিধা। এছাড়া, JioTV, JioCinema, JioCloud, JioSecurity-র মতো একাধিক অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।
কম খরচের অন্যান্য Jio Plan
Reliance Jio-র ঝুলিতে এই মুহূর্তে কম খরচের একাধিক প্ল্যান রয়েছে। 100 টাকার কম খরচে আপনি যে সব Jio Planগুলি রিচার্জ করতে পারবেন, সেই তালিকায় রয়েছে 75 টাকা ও 91 টাকার রিচার্জ প্ল্যান। অন্য দিকে 100 টাকার উপরে রয়েছে 125 টাকা, 186 টাকা এবং 223 টাকার রিচার্জ প্ল্যান।