Jio-র 1559 টাকার প্ল্যান, একবার রিচার্জ করলে সারা বছর নো টেনশন! সঙ্গে বিপুল পরিমাণ ডেটা

Jio Recharge Plan: এই Jio প্ল্যানের যা খরচ, তার পরিবর্তে বিপুল পরিমাণ ভ্যালিডিটি অফার করা হয় গ্রাহকদের। সেই প্ল্যানের জন্য Jio কাস্টমারদের খরচ করতে হয় মাত্র 1559 টাকা। এই পরিমাণ খরচে Jio-র কাছে এমন আর কোনও প্ল্যান নেই, যেগুলিতে এক বছর ভ্যালিডিটি অফার করা হয়।

Jio-র 1559 টাকার প্ল্যান, একবার রিচার্জ করলে সারা বছর নো টেনশন! সঙ্গে বিপুল পরিমাণ ডেটা
লম্বা ভ্যালিডিটির সবথেকে কম খরচের Jio প্ল্যান।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 05, 2023 | 4:04 PM

Reliance Jio-র ঝুলিতে এত রিচার্জ প্ল্যান রয়েছে যে, সঠিক একটা প্ল্যান বেছে নেওয়া গ্রাহকদের জন্য বড়ই জটিল কাজ। যাঁরা Jio Recharge করেন, তাঁরা রিচার্জের আগে অনেক দিক খতিয়ে দেখেন। কারও একটু বেশি ভ্যালিডিটির দরকার হয়, কারও আবার অতিরিক্ত পরিমাণ ডেটার প্রয়োজন হয়। আজ আমরা এমনই একটা প্ল্যান সম্পর্কে জেনে নেব, যাতে আপনি আনলিমিটেড কলিং, যথেষ্ট পরিমাণ ডেটা এবং বিপুল পরিমাণ SMS-এর অফার পেয়ে যাবেন। সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল, সেই Jio প্ল্যানের যা খরচ, তার পরিবর্তে বিপুল পরিমাণ ভ্যালিডিটি অফার করা হয় গ্রাহকদের। সেই প্ল্যানের জন্য Jio কাস্টমারদের খরচ করতে হয় মাত্র 1559 টাকা।

Jio-র 1,559 টাকার রিচার্জ প্ল্যান

1,559 টাকার Jio প্ল্যানে গ্রাহকদের 28 দিনের হিসেবে মোট 12টি প্যাক অফার করা হয়। অর্থাৎ আপনি যদি প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে 336 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। তবে সব অফার পাবেন 28 দিনের ভিত্তিতেই। এই প্ল্যানে গ্রাহকদের 28 দিনের জন্য মোট 24GB ডেটা অফার করা হয়। তবে হাই-স্পিড ডেটার লিমিট শেষ করে ফেললে ইন্টারনেট স্পিড 64Kbps-এ নেমে যাবে।

এই Jio প্ল্যানে আপনি কম পরিমাণ ডেটা পাবেন ঠিকই। তবে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন সমগ্র ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে। অর্থাৎ Jio-র 1,559 টাকার রিচার্জ প্ল্যানে আপনি দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন 336 দিনের জন্যই। সেই সঙ্গেই আবার রয়েছে 3360টি SMS পাঠানোর অফার। দৈনিক ভিত্তিতে দেখতে গেলে প্রতিদিন আপনি 10টি করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠাতে পারবেন।

এছাড়াও এই 1,559 টাকার Jio প্ল্যানে আপনাকে সমস্ত Jio Apps অফার করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। JioTV থেকে শুরু করে JioCinema, JioSecurity, JioCloud-এর সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন ফ্রি-তেই।