AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio নিয়ে এল 19 টাকা ও 29 টাকা রিচার্জ প্ল্যান, 1.5GB ও 2.5GB ডেটার অফার, আর কী চাই!

Jio 19 And 29 Data Booster Pack: আপনার যদি কাজ চালানোর জন্য 1GB বা 2GB অতিরিক্ত ডেটার প্রয়োজন হয়, দারুণ কাজে আসতে পারে 19 টাকা এবং 29 টাকা এই দুই Jio প্ল্যান। এই ডেটা বুস্টার প্যাক দুটিতে কী-কী অফার রয়েছে, দেখে নিন।

Jio নিয়ে এল 19 টাকা ও 29 টাকা রিচার্জ প্ল্যান, 1.5GB ও 2.5GB ডেটার অফার, আর কী চাই!
চমৎকার প্ল্যান নিয়ে হাজির Jio।
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 1:39 PM
Share

Reliance Jio তার ব্যবহারকারীদের জন্য দুটি নতুন প্রিপেড ডেটা বুস্টার প্যাক নিয়ে হাজির হয়েছে। সেই দুটি প্ল্যানের জন্য Jio গ্রাহকদের যথাক্রমে 19 টাকা এবং 29 টাকা খরচ করতে হবে। এখন বুঝতেই পারছেন, ডেটা বুস্টার প্যাক মানেই তা ব্যাপক কাজে আসতে পারে যখন আপনার প্ল্যানের দৈনিক ডেটার কোটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যদি কাজ চালানোর জন্য 1GB বা 2GB অতিরিক্ত ডেটার প্রয়োজন হয়, দারুণ কাজে আসতে পারে 19 টাকা এবং 29 টাকা এই দুই Jio প্ল্যান। এই ডেটা বুস্টার প্যাক দুটিতে কী-কী অফার রয়েছে, দেখে নেওয়া যাক।

Jio 19 টাকার প্রিপেড প্ল্যান

Reliance Jio তার 19 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকদের 1.5GB ডেটা অফার করবে। আপনার নম্বরে ইতিমধ্যেই যে Jio প্যাকটি রয়েছে, তার মতো একই ভ্যালিডিটি পেয়ে যাবেন এই প্ল্যানেও। Jio-র কাছে আরও একটি 15 টাকার প্ল্যান রয়েছে, যাতে 1GB ডেটা অফার করা হয় গ্রাহকদের। এখন আপনি মাত্র 4 টাকা বেশি খরচ করে তার পরিবর্তে পেয়ে যাচ্ছেন 500MB অতিরিক্ত ডেটা।

Jio 29 টাকার প্রিপেড প্ল্যান

29 টাকার প্রিপেড প্ল্যানে Reliance Jio তার ব্যবহারকারীদের 2.5GB ডেটা অফার করছে। আপনার ফোনে ইতিমধ্যেই থাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি অনুযায়ীই কাজ করবে এই ডেটা বুস্টার প্যাকটি। মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটির কাছে আরও একটি প্ল্যান রয়েছে, যার খরচ 25 টাকা। সেই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যান 2GB ডেটা। এখন এই 29 টাকার প্ল্যানে মাত্র 4 টাকা অতিরিক্ত খরচ করে আপনি পেয়ে যাচ্ছেন 500GB অতিরিক্ত ডেটা।

Reliance Jio-র ঝুলিতে রয়েছে একাধিক প্রিপেড প্ল্যান। কিন্তু বেশির ভাগ প্ল্যানেই গ্রাহকদের দৈনিক ভিত্তিতে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা অফার করা হয়। কোনও প্ল্যানে 1GB বা 1.5GB, আবার কোনও প্ল্যানে 2GB থেকে 3GB পর্যন্ত ডেটা অফার করা হয়। মুশকিল হয় যখন গ্রাহকের এই পরিমাণ ডেটা একটা গোটা দিন অতিক্রান্ত হতে না হতেই শেষ হয়ে যায়। সেই জায়গাটা অনুধাবন করেই ডেটা বুস্টার প্যাক নিয়ে হাজির হল Reliance Jio।