
Reliance Jio এই মুহূর্তে দেশের এক নম্বর টেলিকম সংস্থা। একাধিক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান রয়েছে সংস্থার ঝুলিতে। তবে Jio-র কাছে একটাই প্ল্যান রয়েছে, যেখানে কোনও দৈনিক সীমা ছাড়াই বিপুল পরিমাণ ডেটা অফার করা হয়। সেই Jio প্ল্যানের জন্য গ্রাহকদের 296 টাকা খরচ করতে হয়। এটি একটি শর্ট-টার্ম ভ্যালিডিটি প্ল্যান। অর্থাৎ প্ল্যানটি খুবই অল্প সময়ের জন্যই বৈধ। সে যাই হোক না কেন! 296 টাকার প্ল্যানে Reliance Jio তার ব্যবহারকারীদের ট্রুলি আনলিমিটেড 5G ডেটা অফার করে।
Jio 296 টাকার প্ল্যান
296 টাকার Jio প্ল্যানের বৈধতা 30 দিন বা 1 মাস প্রায়। একদিন, 10 দিন বা এক মাসের জন্য যদি আপনার বিপুল পরিমাণ ডেটার প্রয়োজন, তাহলে এই প্ল্যানের বিকল্প নেই। Jio 296 টাকার প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহক পেয়ে যাবেন মোট 25GB ডেটা। শুধু ডেটা কেন! অন্যান্য জিও প্ল্যানের মতো এটিতেও ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগও পেয়ে যাবেন।
প্ল্যানটির অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে JioTV, JioCinema এবং JioCloud-এর কমপ্লিমেন্টারি অফার। ট্রুলি 5G ডেটাও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা, যার চাহিদা এই মুহূর্তে সবথেকে বেশি। তবে ফেয়ার ইউসেজ পলিসি বা FUP ডেটা শেষ হয়ে গেলে প্ল্যানটির ডেটা স্পিড কমে 64 Kbps হয়ে যাবে। এই প্ল্যান তাঁদের জন্যই সেরা, যাঁরা Jio-র কাছ থেকে 30 দিনের অপশন খুঁজছেন।
Jio 239 টাকার প্ল্যান
এখন এক মাস ব্যবহার করার পর যদি আপনার 296 টাকার Jio প্ল্যানটি পছন্দ না হয়, তাহলে 239 টাকার প্ল্যানটি একবার দেখতে পারেন। এই প্ল্যানে ব্যবহারকারীরা 28 দিনের সার্ভিস ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ পেয়ে যাবেন। প্ল্যানটির আকর্ষণীয় অফার হল, এতে আপনি প্রতিদিন 1.5GB করে ডেটা পেয়ে যাবেন।
সেই দিক থেকে দেখতে গেলে আপনি 28 দিনের ব্যবধানে মোট 42GB ডেটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 57 টাকা কম খরচে আপনি পেয়ে যাচ্ছেন 17GB অতিরিক্ত ডেটা। এবার নিজেই হিসেব কষে বলুন, কোন প্ল্যান আপনার জন্য ভাল? বাকি সব অফার তো একই থাকছে অন্যান্য Jio প্ল্যানের মতোই। অর্থাৎ আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন বিপুল পরিমাণ SMS পাঠানোর সুযোগ এবং সেই সঙ্গে প্রতিটা Jio কমপ্লিমেন্টারি অ্যাপ ব্যবহার।