
Reliance Jio তার গ্রাহকদের জন্য বিরাট রেঞ্জের রিচার্জ প্যাক অফার করে। তার মধ্যে কম খরচের কিছু প্ল্যান রয়েছে, কিছু প্ল্যানের খরচ আবার একটু বেশি। Jio-র কম দামি প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি সাধারণত 23 দিন, 28 দিন, 1 মাস, 3 মাস এবং 6 মাস পর্যন্ত হয়। অন্য দিকে 1 বছরের ভ্যালিডিটি প্ল্যানগুলির খরচ 2,000 টাকার উপরে। আজ আমরা রিলায়েন্স জিও-র এমনই দুটি প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেব, যেগুলির জন্য গ্রাহকদের একটু বেশি টাকা খরচ করতে হয় ঠিকই। কিন্তু তার পরিবর্তে সারা বছরের রিচার্জের ঝক্কি থেকে মুক্ত থাকতে পারবেন Jio কাস্টমাররা।
Jio তার গ্রাহকদের এমন দুটি প্ল্যান অফার করে, যাদের খরচ 3,000 টাকার সামান্য কম। তবে প্ল্যান দুটির ভ্যালিডিটি 365 দিন বা এক বছর। তাদের মধ্যে একটি প্ল্যান রিচার্জ করতে গ্রাহকদের 2,999 টাকা খরচ করতে হয় এবং অপর প্ল্যানের জন্য 2,879 টাকা খরচ করতে হয়। এই প্ল্যান দুটিতে Jio তার গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিং, বিপুল পরিমাণ ডেটা-সহ আরও অনেক কিছু অফার করে। রিলায়েন্স জিও-র 2,999 টাকা এবং 2,879 টাকার প্ল্যান দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Jio 2,999 টাকার প্রিপেড প্ল্যান
Jio-র অতিরিক্ত ভ্যালিডিটির সবথেকে চমৎকার প্ল্যান এটি। 2,999 টাকার Jio প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2.5GB করে হাই-স্পিড ডেটা অফার করা হয়। এক বছরেরও বেশি ভ্যালিডিটি পেয়ে যান কাস্টমাররা। এই প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা 365 দিন + 23 দিন অর্থাৎ মোট 388 দিনের বৈধতা পাবেন। আর এই সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে আনলিমিটেড ভয়েস কলিংও অফার করা হয় গ্রাহকদের। প্ল্যানটির ভ্যালিডিটি অনুযায়ী সমগ্র ডেটার হিসেবে করলে মোট 912.5GB ডেটা পেয়ে যান ব্যবহারকারীরা। এছাড়াও আপনি যদি প্ল্যানটিতে 5G ডেটার সুবিধা নিতে চান, তাহলে তা-ও পেয়ে যাবেন। এছাড়াও, প্ল্যানটিতে JioTV, JioCinema, JioSecurity, JioCloud-সহ সব Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হয় কাস্টমারদের।
Jio 2,879 টাকার প্ল্যান
Reliance Jio-র 2,879 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন বা 1 বছর। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2GB করে ডেটা অফার করা হয়। অর্থাৎ, সব মিলিয়ে বছর শেষে প্ল্যানটিতে জিও ব্যবহারকারীরা মোট 730GB ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে এই ডেইলি ডেটার কোটা একবার শেষ করে ফেললে আপনার ইন্টারনেট স্পিড কমে 64kbps হয়ে যাবে। এই প্ল্যানেও Jio ব্যবহারকারীরা সমস্ত অ্যাপ ব্যবহার করতে পারেন। তার মধ্যেই রয়েছে, JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর একাধিক Jio Apps। এই প্ল্যানেও আপনি চাইলে 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন এবং আনলিমিটেড 5G ডেটাও ব্যবহার করতে পারবেন।