Jio প্ল্যানে বেশি ইন্টারনেট দরকার? মাত্র 349 টাকায় এখন এক মাস রোজ 2.5GB ডেটা

Jio Rs 349 Plan Details: এই প্ল্যানের আর একটি চমৎকার সুবিধা রয়েছে, যা এখন প্রায় প্রতিটা Jio Plan-এর সঙ্গেই অফার করা হয়। ফোন থেকে IPL দেখতে আপনার যা প্রয়োজন, সেটাই আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সেটি হল JioCinema।

Jio প্ল্যানে বেশি ইন্টারনেট দরকার? মাত্র 349 টাকায় এখন এক মাস রোজ 2.5GB ডেটা
IPL দেখার জন্য চমৎকার Jio প্ল্যান।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 12, 2023 | 6:12 PM

Jio Recharge: দেশে গরমটা চরমে উঠেছে। আর সেই তীব্র গরমেই শুরু হয়ে গিয়েছে IPL। এমন পরিস্থিতিতে অনেকেরই দৈনিক ইন্টারনেটের চাহিদাটা একটু বেড়ে গিয়েছে। সেই তাঁদের জন্যই চলতি বছরের শুরুতেই একটি চমৎকার প্ল্যান নিয়ে হাজির হয়েছে Reliance Jio। একাধিক Jio প্ল্যানের মধ্যে থেকে আপনার এখন যদি সঠিক একটা প্ল্যান বেছে নিতে অসুবিধা হয়। তাহলে সেই Jio Plan আপনার জন্য বেশ ভাল হতে পারে। এখন সেই প্ল্যান রিচার্জ করতে আপনার কত টাকা খরচ হবে, কী-কী অফার রয়েছে, কতটা পরিমাণ ডেটা পেয়ে যাবেন, সেই সংক্রান্ত সব তথ্যগুলি একনজরে দেখে নিন।

Jio 349 টাকার প্ল্যান

349 টাকার রিচার্জ প্ল্যানে প্রচুর পরিমাণ ডেটা পেয়ে যাবেন কাস্টমাররা। এই প্রিপেড প্যাক যাঁরা রিচার্জ করবেন, তাঁরা প্রতিদিন 2.5GB করে ডেটা পেয়ে যাবেন। প্ল্যানটির বৈধতা মাত্র 30 দিন বা এক মাস। অর্থাৎ সব মিলিয়ে এই জিও প্ল্যানে গ্রাহকরা 75GB ডেটা পেয়ে যাবেন। তাছাড়াও এই প্ল্যানে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন কাস্টমাররা। রয়েছে, প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগও।

এই প্ল্যানের আর একটি চমৎকার সুবিধা রয়েছে, যা এখন প্রায় প্রতিটা Jio Plan-এর সঙ্গেই অফার করা হয়। ফোন থেকে IPL দেখতে আপনার যা প্রয়োজন, সেটাই আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সেটি হল JioCinema। এছাড়াও JioTV, JioSecurity এবং JioCloud-এর মতো অ্যাপগুলিও কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ব্যবহার করতে পারবেন কাস্টমাররা।

তিন গুণ বেশি ভ্যালিডিটি

এখন আরও প্রায় দেড় মাস ব্যাপী চলবে IPL। সেক্ষেত্রে আপনার আর একটু ভ্যালিডিটির দরকার হতে পারে। Jio-র ঝুলিতে আরও একটি এমন প্ল্যান রয়েছে, যাতে আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে ঠিকই। তবে তার পরিবর্তে আপনি পেয়ে যাবেন 90 দিন রোজ 2.5GB করে ডেটা। অর্থাৎ সব মিলিয়ে সেই প্ল্যানে আপনার জন্য থাকছে মোট 225GB ডেটা। সেই প্ল্যানের বাকি সব অফার আগের প্ল্যানের মতোই। প্ল্যানটি রিচার্জ করতে আপনাকে কত টাকা খরচ করতে হবে জানেন? 90 দিনের 2.5GB ডেটা প্ল্যানের জন্য Jio গ্রাহকদের 899 টাকা খরচ করতে হবে।