Jio রিচার্জে এবার 150 টাকা ছাড়, শুধু 84 দিন রোজ 2GB করে হাই-স্পিড ডেটা প্ল্যানে

Jio Recharge Discount Offer: Jio তার গ্রাহকদের একটি 719 টাকার রিচার্জ প্ল্যান অফার করে, যার বৈধতা 84 দিন বা প্রায় তিন মাস। এখন আপনি যদি এই প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে 150 টাকা ছাড়ও পেতে পারেন।

Jio রিচার্জে এবার 150 টাকা ছাড়, শুধু 84 দিন রোজ 2GB করে হাই-স্পিড ডেটা প্ল্যানে
Jio রিচার্জে এবার ছাড়ও।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 01, 2023 | 2:22 PM

Jio Rs 719 Plan: মানুষ আজকাল এমন রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন, যার বৈধতা অনেক বেশি। গ্রাহকদের সেই চাহিদার কথা মাথায় রেখে Jio, Airtel, Vi, এমনকী সরকারি BSNL-ও বিভিন্ন ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান অফার করে তার গ্রাহকদের। এখন আপনি যদি Reliance Jio ব্যবহারকারী হন এবং একটু বেশি দিনের ভ্যালিডিটি প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে চমৎকার একটি প্ল্যান রয়েছে মুম্বইয়ের টেলিকম জায়ান্টের কাছে। Jio তার গ্রাহকদের একটি 719 টাকার রিচার্জ প্ল্যান অফার করে, যার বৈধতা 84 দিন বা প্রায় তিন মাস। এই প্রিপেড প্ল্যানের সঙ্গে গ্রাহকদের বিপুল পরিমাণ ডেটা ও আনলিমিটেড কলিং। তাছাড়াও এখন আপনি যদি এই প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে 150 টাকা ছাড়ও পেতে পারেন। কীভাবে এই অফার পাবেন, রিচার্জ প্ল্যানটিতে কী-কী সুবিধা পাবেন, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Jio 719 টাকার প্ল্যান

Reliance Jio-র 719 টাকার প্ল্যানটি রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন 84 দিনের ভ্যালিডিটি। প্রতিদিন এই প্ল্যানে গ্রাহকদের 2GB করে ডেটা অফার করা হয়। ফলে, সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে 719 টাকার Jio প্ল্যানের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন মোট 168GB ডেটা। তবে ডেইলি ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64Kbps হয়ে যাবে। অন্যান্য প্ল্যানের মতোই এই Jio প্ল্যানটি রিচার্জ করলেও কাস্টমাররা রিলায়েন্স জিও ছাড়াও অন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। তাছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 100টি করে SMS পাঠাতে পারবেন।

Jio 719 টাকার প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা সমস্ত Jio Apps যেমন, JioTV, JioCinema, JioSecurity, JioCloud ইত্যাদি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটার সুবিধা দেওয়া হবে।

150 টাকা পর্যন্ত ছাড়

719 টাকার রিলায়েন্স জিও প্ল্যানে আপনি তখনই 150 টাকার ছাড় পাবেন, যখন MyJio মোবাইল অ্যাপ থেকে প্ল্যানটি রিচার্জ করবেন। তবে সিলেক্টেড গ্রাহকদেরই এই অফারটি দেওয়া হচ্ছে। 719 টাকার Jio প্ল্যানে 150 টাকা ছাড় পেতে আপনাকে আগে MyJio অ্যাপে গিয়ে দেখতে হবে, এই অফারটি আপনাকে দেওয়া হচ্ছে কি না। যদি দেওয়া হয়, তাহলে অ্যাপ থেকেই সরাসরি রিচার্জ করতে হবে। তখন মাত্র 569 টাকা খরচ করেই Jio 719 টাকার প্ল্যানের সব সুবিধা পেয়ে যাবেন।