Jio 5G In West Bengal: এবার বর্ধমান ও বহরমপুরেও Jio 5G, সব মিলিয়ে বাংলার 8 শহরে হাই-স্পিড Jio পরিষেবা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 06, 2023 | 6:18 PM

Jio 5G Latest Update: এখন বাংলার যে পাঁচটি শহরের মানুষজন Jio 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, সেই শহরগুলি হল বর্ধমান, বহরমপুর, ইংলিশবাজার, হাবড়া এবং খড়গপুর। এর আগে কলকাতা বাদ দিয়ে শিলিগুড়ি, আসানসোল এবং দুর্গাপুরে Jio 5G চালু করা হয়েছিল।

Jio 5G In West Bengal: এবার বর্ধমান ও বহরমপুরেও Jio 5G, সব মিলিয়ে বাংলার 8 শহরে হাই-স্পিড Jio পরিষেবা
রাজ্যের মোট আট শহরে এখন Jio 5G চালু হয়ে গেল।

Follow Us

Jio 5G Latest News: বাংলার আরও পাঁচ শহরে Reliance Jio তার 5G পরিষেবা চালু করে দিয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের এই পাঁচটি শহরে Jio 5G নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটানো হয়েছে। বেশ কিছু নতুন শহরে 5G কানেক্টিভিটির সম্প্রসারণ ঘটিয়ে সংস্থার এক মুখপাত্র দাবি করেছেন, “দেশের 12টি রাজ্যের আরও 25টি অতিরিক্ত শহরে Jio True 5G পরিষেবা চালু করতে পেরে আমরা খুবই খুশি। এখন সব মিলিয়ে দেশের মোট 304 শহরের মানুষ রিলায়েন্স জিও-র 5G কানেক্টিভিটি উপভোগ করতে পারবেন। আমরা চাই, প্রত্যেক Jio ব্যবহারকারী যেন 2023 সালের মধ্যে Jio True 5G-র ট্রান্সফর্মেশনাল বেনিফিটিস উপভোগ করতে পারেন।”

মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি জানিয়েছে, 28 ফেব্রুয়ারি থেকেই এই 27 শহরের Jio ব্যবহারকারীরা Jio Welcome Offer উপভোগ করতে পারবেন। অর্থাৎ 1 Gbps+ পর্যন্ত স্পিডে 28 ফেব্রুয়ারি থেকেই জিও ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এখন বাংলার যে পাঁচটি শহরের মানুষজন Jio 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, সেই শহরগুলি হল বর্ধমান, বহরমপুর, ইংলিশবাজার, হাবড়া এবং খড়গপুর। এর আগে কলকাতা বাদ দিয়ে শিলিগুড়ি, আসানসোল এবং দুর্গাপুরে Jio 5G চালু করা হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে এখন পশ্চিমবঙ্গের আটটি শহরে Jio 5G নেটওয়ার্ক চালু হল।

রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড হল Jio প্ল্যাটফর্ম লিমিটেডের একটি সহযোগী সংস্থা। তারা 4G LTE প্রযুক্তি সহ একটি বিশ্ব-মানের অল-আইপি ডেটা শক্তিশালী ফিউচার প্রুফ নেটওয়ার্ক তৈরি করেছে। নেটওয়ার্কটি 5G রেডি এবং কোনও লেগাসি ইনফ্রাস্ট্রাকচার ও দেশি 5G স্ট্যাক ছাড়াই কাজ করছে। এটিই একমাত্র নেটওয়ার্ক, যা গ্রাউন্ড আপ থেকে একটি মোবাইল ভিডিয়ো নেটওয়ার্ক হিসেবে কল্পনা করা হয়েছে। ফিউচার রেডি Jio 5G আরও বেশি ডেটা সাপোর্টের জন্য সহজেই আপগ্রেড করা যেতে পারে। তার কারণ, এই প্রযুক্তি এরপরে 6G ও তারপরেও অগ্রসর হতে চলেছে। যেহেতু প্রযুক্তিগুলি 6G এবং তার পরেও অগ্রসর হচ্ছে৷

ভারতের ডিজিটাল স্পেসে একপ্রকার বিপ্লব ঘটিয়েছে Reliance Jio। 1.3 বিলিয়ন ভারতীয়কে তাদের পরিবারের অন্তর্ভুক্ত করে মোবাইল নেটওয়ার্কের নিরিখে বিশ্বকে একপ্রকার নেতৃত্ব দিচ্ছে মুকেশ আম্বানির টেলকো। এটি এমনই একটি ইকো-সিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছে, যার মধ্যে নেটওয়ার্ক, ডিভাইস, অ্যাপ্লিকেশন, কন্টেন্টের ব্যবহার এবং সার্ভিস এক্সপিরিয়েন্স ও প্রত্যেকের Jio ডিজিটাল জীবনযাপনের জন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ট্যারিফ প্ল্যান রয়েছে।

Next Article