
Jio 6G News: সোমবার, 28 অগস্ট অনুষ্ঠিত হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের 46তম বার্ষিক সাধারণ সম্মেলন। সেই AGM থেকে একাধিক বড় ঘোষণা করলেন কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন, 6G ক্ষমতার অগ্রগতিতে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জায়গায় রয়েছে Jio প্ল্যাটফর্ম। সেখানে মুকেশ আম্বানি বলেছেন, বিশ্বের প্রথম সংস্থা হিসেবে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক ডেভেলপ করবে রিলায়েন্স জিও।
একটি টেলিকমিউনিকেশন অপারেটর হিসাবে Jio প্ল্যাটফর্মের উৎপত্তি থেকে বর্তমানে টেকনোলজি এন্টারপ্রাইজ় হিসেবে রূপান্তরের অবস্থাটিকে গুরুত্ব দিয়েছেন আম্বানি। তিনি একপ্রকার আশাবাদী যে, তাঁর সংস্থার এই রূপান্তর কেবলই জাতীয় ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। Jio প্ল্যাটফর্ম তার ‘মেড ইন ইন্ডিয়া’ প্রযুক্তি আন্তর্জাতিক বাজারেও প্রসারিত করতে প্রস্তুত বলে তিনি আরও জানিয়েছেন।
মুকেশ আম্বানি জানিয়েছেন, Jio-র 5G সম্প্রসারণ স্থানীয় ভাবে ডেভেলপ করা 5G স্ট্যাকের উপর নির্মিত, যেখানে স্ট্যান্ডঅ্যালোন 5G আর্কিটেকচার, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, নেটওয়ার্ক স্লাইসিং এবং অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা/মেশিন লার্নিং (AI/ML) এর মতো প্রযুক্তি রয়েছে। এই স্ট্যাকটি গ্লোবাল ভেন্ডারদের কাছ থেকে 4G এবং 5G সরঞ্জামের সঙ্গে নির্বিঘ্নে একত্রিত করার জন্য ডিজাইন করা হয়েছে।
সারা দেশে 5G প্রযুক্তির সম্প্রসারণে নোকিয়া, এরিকসন এবং স্যামসাংয়ের মতো সংস্থার সঙ্গে জুটি বেঁধেছে রিলায়েন্স জিও। আম্বানি বললেন, “Jio 5G রেডিও পোর্টফোলিও কম্প্যাক্ট সেল থেকে শুরু করে বৃহৎ টাওয়ার-ভিত্তিক রেডিও, ইন্ডোর ও আউটডোরে ব্যবহারের পরিস্থিতির জন্য বিভিন্ন ধরনের সমাধানগুলিকে অন্তর্ভুক্ত করে।”
দেশে যে অত্যন্ত দ্রুততার সঙ্গে 5G রোলআউট করতে পেরেছে Jio, সেই বিষয়টিও উল্লেখ করেছেন মুকেশ আম্বানি। তিনি বলেছেন, অক্টোবরে রোলআউট শুরু করার নয় মাসের মধ্যে Jio 5G তার কভারেজ প্রসারিত করেছে। দেশের সেন্সাস শহরগুলির 96 শতাংশেরও বেশি জুড়ে এই পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে। সংস্থাটি ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রান্তে 5G নেটওয়ার্ক চালু করবে বলে জানিয়েছে। সত্যিই যদি তা হয়, তাহলে বিশ্বব্যাপী দ্রুততম লার্জ-স্কেল 5G রোলআউটগুলির একটি হতে চলেছে Jio-র এই 5G রোলআউট। যদিও এর আগে মুকেশ আম্বানি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, খুবই কম দামে Jio 5G প্ল্যানগুলি লঞ্চ করা হবে। তবে Reliance AGM-এ প্রিপেড বা পোস্টপেড প্ল্যান সম্পর্কে কিছু জানাননি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যান।
এর পাশাপাশিই আবার মুকেশ আম্বানি ChatGPT-র মতো নতুন AI সিস্টেম তৈরি করার জন্য Jio-র পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর কথায়, “Jio AIকে দেশের প্রতিটি কোণে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেটা আমরা করেই ছাড়ব।”