
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রায় বিভিন্ন জায়গায় সেল শুরু হয়েছে। অনেক রকমের অফারও দেওয়া হচ্ছে। এবার রিলায়েন্স জিও সেই তালিকায় যোগ দিল। Jio-র একটি প্ল্যান রিচার্জ করলে আপনি তার সঙ্গে অনেক অফার পাবেন। আর সেই সঙ্গে নিজের পছন্দ মতো শপিং করলে অনেক টাকা ছাড়ও পাবেন। ভারতীয় টেলিকমগুলির মধ্য়ে Jio-র অনেক কম দামের কিছু প্ল্যান রয়েছে। আবার Jio এক বছরের প্ল্যানও অফার করে। সেই প্ল্যানেই আপনি বিভিন্ন সুবিধা পেতে চলেছেন। স্বাধীনতা দিবস (2023) বার্ষিক অফারের অধীনে অতিরিক্ত কী-কী সুবিধা পাবেন, দেখে নেওয়া যাক।
রিলায়েন্স জিওর 2999 টাকার প্ল্যান:
বর্তমানে, এই 2999 টাকার প্ল্যানটি Jio-এর সবচেয়ে বেশি দামের মোবাইল প্ল্যান। প্ল্যানটিতে 365 দিনের বৈধতা পাওয়া যায়। এই প্ল্যানে আপনি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS এবং 2.5GB দৈনিক ডেটা অফার করে৷ এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট 912.5GB ডেটা পাবেন। এই প্ল্যানে আরও অনেক অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়।
কী-কী সুবিধা রয়েছে?
এই প্ল্যানে, ব্যবহারকারীরা JioTV, JioCinema এবং JioCloud-এর সুবিধা পাবেন। এর সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অতিরিক্ত অফার দেওয়া হচ্ছে। 2999 টাকার প্ল্যানে অতিরিক্ত সুবিধা রয়েছে। যেমন Swiggy (249 টাকা কিনলে 100 টাকা ছাড়), এয়ার ফ্লাইট (ফ্লাইটে 1500 টাকা ছাড়, 4000 টাকা পর্যন্ত ঘরোয়া হোটেলে 15% ছাড়), Ajio থেকে 999 টাকার উপরে কিছু কিনলে ফ্ল্যাট 200 টাকা ছাড় পাবেন। Netmeds (999 + NMS সুপারক্যাশে 20% ছাড়), রিলায়েন্স ডিজিটাল থেকে কিছু অডিও ডিভাইস এবং হোম অ্যাপ্লায়েন্সগুলিতে 10% ছাড় পেয়ে যাবেন।
Jio-এর এক মাস থেকে শুরু করে 3 মাস, এক বছরেরও প্ল্যান রয়েছে। তাই এই 2999 টাকার প্ল্যানটির চাহিদা খুব একটা বেশি নেই। এর অনেকগুলি কারণ রয়েছে। প্রথমটি হল যখনই কেউ এক বছরের একটি প্ল্যান নেন, তখন তাকে সেটাই ব্যবহার করতে হয়। মাঝে যদি কোনও অফার আসে বা নতুন কোনও প্ল্যান যোগ হয়, সেক্ষেত্রে তা ব্যবহার করতে পারেন না। আর দ্বিতীয়ত, অনেকেই একসঙ্গে এত টাকার রিচার্জ করতে চান না।