TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Apr 26, 2023 | 8:30 AM
করোনাভাইরাসে সারা পৃথিবী যে ভয়াবহ আকার ধারন করতে পারে, তা আর বলার অপেক্ষা থাকে না। তারই মধ্য়ে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। আর আবারও সচেতন থাকতে হবে সবাইকে। তার জন্য যা যা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, করতে হবে।
ভারতে এই মুহূর্তে এর খুব একটা প্রভাব না থাকলেও সতর্কতা বজায় রাখা আপনার দায়িত্ব। দ্রুত ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের মধ্যে, মানুষ বিভিন্ন উপায়ে তাদের স্বাস্থ্যের যত্ন নিচ্ছে।
বাজারে এমন অনেক গ্যাজেট রয়েছে, যা মহামারী এড়াতে সাহায্য করে। আপনিও যদি নিজের এবং আপনার পরিবারের নিরাপত্তা চান, তাহলে এই 5টি গ্যাজেট অবশ্যই আপনার বাড়িতে রাখুন।
পালস অক্সিমিটার (Pulse Oximeter): কোভিডের কারণে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে বাড়ে। অক্সিজেনের মাত্রা খুব কম হলে, তা বিপজ্জনক হতে পারে। পালস অক্সিমিটার একটি মেডিকেল ডিভাইস, যা অক্সিজেন স্যাচুরেশন এবং পালস ট্র্যাক করে। যখন চিকিৎসার প্রয়োজন হয় তখন এটির মাধ্য়মে তা জেনে নেওয়া যায়।
ইনফ্রারেড থার্মোমিটার (Infrared Thermometer): জ্বর কোভিড সংক্রমণের একটি সাধারণ লক্ষণ। একটি ইনফ্রারেড থার্মোমিটার শরীরের তাপমাত্রা মাপতে করতে সাহায্য করে। বিশেষ বিষয় হল, আক্রান্তের শরীরের তাপমাত্রা পরীক্ষা করার জন্য কাউকে স্পর্শ করার প্রয়োজন নেই। এই ডিভাইসটি সামাজিক দূরত্বের বিশেষ যত্ন নেয়।
ডিজিটাল ব্লাড প্রেসার মনিটর (Digital Blood Pressure Monitor): ডিজিটাল ব্লাড প্রেসার মনিটর একটি দুর্দান্ত ডিভাইস। আপনার পরিবারের কোনও সদস্যের যদি রক্তচাপের সমস্যা থাকে, তাহলে এটি ব্যবহার করতে পারেন।
স্টিমার এবং নেবুলাইজার মেশিন (Steamer and Nebulizer Machine): স্টিমার এবং নেবুলাইজার মেশিনটি আপনার কাছে থাকা প্রয়োজন। এটি এটি ব্যবহার করলে বুকে অনেক আরাম পাওয়া যায়। কারও যদি হাঁপানি বা ফুসফুসের সমস্যা থাকে, তাহলে এই ডিভাইসটি খুবই কাজে আসবে। এটি করোনা সংক্রমণ এড়াতেও ব্যবহার করা যেতে পারে।
UV-C স্যানিটাইজার বা ল্যাম্প (UV-C Sanitizer or Lamp): করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি খুবই গুরুত্বপূর্ণ। তাই দৈনন্দিন জিনিসপত্র পরিষ্কার এবং সংক্রমণ মুক্ত রাখা দরকার। UV-C স্যানিটাইজার বা ল্যাম্প ব্যবহার করে ফোন বা চাবির মতো জিনিসগুলিকে জীবাণু থেকে সুরক্ষিত রাখা যায়।