5 Star Fridge Offers: বিগত কয়েক বছরে বাজারে দুর্দান্ত সব ফ্রিজ এসেছে। বর্তমানে প্রায় বেশিরভাগ বাড়িতেই ফ্রিজ রয়েছে। আর এই প্রচন্ড গরমে খাবার বাইরে রাখার উপায় নেই। ফ্রিজ ছাড়া এর মুহূর্তও চলা দায়। এতে মাসের শেষে যে হারে ইলেকট্রিক বিল আসছে, তাতে মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এমন পরিস্থিতিতে এখন বাজারে 3,4 এবং 5 স্টার রেটিং সহ ফ্রিজ আসতে শুরু করেছে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই রেটিংগুলি কী কাজে ব্যবহার করা হয়? যে কোনও ইলেকট্রমিক ডিভাইসে রেটিং ব্যবহার করার মানে হল সেটি বিদ্যুৎ সাশ্রয় করে। রেটিং বেশি হলে পাওয়ার বেশি সাশ্রয় হয়। যদি কোনও কারণে এই গরমে আপনাকে নতুন ফ্রিজ কিনতে হয়, তাহলে বাজারে আপনার জন্য অনেক অপশন রয়েছে। কিন্তু আপনাকে এমন কিছু কম দামের 5 স্টার রেটিং সহ ফ্রিজ সম্পর্কে জানানো হবে, যা আপনি খুব সহজেই Flipkart থেকে কিনে নিতে পারবেন।
Samsung-এর ফ্রিজ অফার:
Samsung 189L ডাইরেক্ট কুল সিঙ্গেল ডোর 5 স্টার রেফ্রিজারেটরটি বেশ জনপ্রিয়। এটি ফ্লিপকার্ট থেকে 30% ছাড়ে কেনা যাবে। এই ফ্রিজে বেস ড্রয়ার এবং ডিজিটাল ইনভার্টার রয়েছে। 24,999 টাকার পরিবর্তে, এই ফ্রিজটি Flipkart-এ মাত্র 17,490 টাকায় কিনতে পারবেন। এতে এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। এক্সচেঞ্জ অফারের অধীনে এটিতে 12,000 টাকার অতিরিক্ত ছাড়ও দেওয়া হচ্ছে। এছাড়াও 1 বছরের ওয়ারেন্টি এবং 20 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি রয়েছে। এটি Flipkart-এও প্রচুর রেটিং পেয়েছে।
LG ফ্রিজ অফার:
আপনি ফ্ল্যাট 23% ছাড়ে LG 185L ডাইরেক্ট কুল সিঙ্গেল ডোর 5 স্টার রেফ্রিজারেটর বাড়িতে আনতে পারেন। এই ফ্রিজটি 22,199 টাকার পরিবর্তে মাত্র 16,990 টাকায় পাবেন। এর উপর, এক্সচেঞ্জ অফার রয়েছে। তবে আপনাকে একটি শর্ত মেনে চলতে হবে। আপনার বাড়ির পুরনো ফ্রিজটি আপনি Flipkart-এ দিলে তার পরিবর্তে আপনি অনেক ছাড় পাবেন। এতে 12,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এটি 1 বছরের ওয়ারেন্টি এবং 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন।
Haier ফ্রিজ অফার:
আপনি ফ্ল্যাট 33% ছাড়ে Haier 190L ডাইরেক্ট কুল সিঙ্গেল ডোর 4 স্টার রেফ্রিজারেটর কিনতে পারবেন। এই ফ্রিজটির দাম 23,990 টাকা। কিন্তু আপনাকে এত টাকা দিয়ে এই ফ্রিজটি কিনতে হবে না। 23,990 টাকা পরিবর্তে মাত্র 15,990 টাকায় পাবেন। এর উপর, এক্সচেঞ্জ অফারের অধীনে 12,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এটি 1 বছরের পণ্য ওয়ারেন্টি এবং 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন।