AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheapest Power Bank: পাওয়ার ব্যাঙ্ক কিনলে অভাবনীয় অফার দিচ্ছে Amazon, চার্জ হবে একাধিক ডিভাইস

Power Bank Offers: বাজারে অনেক কম দামের পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়। আপনি চাইলে সেগুলি কিনে নিতে পারেন। আপনাকে এমন কিছু পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে জানানো হবে, যা আপনি খুব কম দামেই কিনে নিতে পারবেন।

Cheapest Power Bank: পাওয়ার ব্যাঙ্ক কিনলে অভাবনীয় অফার দিচ্ছে Amazon, চার্জ হবে একাধিক ডিভাইস
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 9:45 AM
Share

কোথাও ঘুরতে বেরনোর সময়ই দেখেছেন ফোনে একটুও চার্জ নেই। এমন কখনও হয়েছে? অনেকের সঙ্গেই এমনটা প্রায়শই হয়। তখন বাড়িতে থেকে ফোন চার্জ করে তবেই বেরতে হয়। ফলে যেখানে যাচ্ছিলেন, সেখানে যেতে দেরি হয়ে যায়। আর এই ঝামেলা থেকে মুক্তি পেতে একটি পাওয়ার ব্যাঙ্ক কিনবেন প্ল্যান করেও কিনে উঠতে পারছেন না। তার একমাত্র কারণ হল দাম। বাজেট কম থাকায় কিনতে পারছেন না। কিন্তু এর জন্য চিন্তার কোনও কারণ নেই। বাজারে অনেক কম দামের পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়। আপনি চাইলে সেগুলি কিনে নিতে পারেন। আপনাকে এমন কিছু পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে জানানো হবে, যা আপনি খুব কম দামেই কিনে নিতে পারবেন। আপনাকে যে পাওয়ার ব্যাঙ্কগুলির কথা বলা হবে, তা আপনি ই-কমার্স সাইট Amazon-এ পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক।

URBN 20000 mAh পাওয়ার ব্যাঙ্ক:

4,999 টাকার পরিবর্তে, আপনি মাত্র 2,449 টাকায় 51 শতাংশ ছাড় সহ এই প্রিমিয়াম পাওয়ার ব্যাঙ্ক কিনতে পারেন। এই পাওয়ার ব্যাঙ্কে আপনি পাচ্ছেন 20000 mAh ব্যাটারি। ফলে আপনার ফোনের ব্যাটারি যদি 5000 mAh-এর হয়, তবে আপনি ফোনটি চারবার চার্জ করতে পারবেন।

MI 3i 20000mAh পাওয়ার ব্যাঙ্ক:

আপনি পাচ্ছেন মাত্র 2,149 টাকায় 20000mAh ব্যাটারি ক্ষমতা সহ পাওয়ার ব্যাঙ্ক। এই পাওয়ার ব্যাঙ্কে শর্ট সার্কিটের কোনও ঝুঁকি নেই। এটিতে শর্ট সার্কিট সুরক্ষার জন্য একটি ফিচার দেওয়া হয়েছে এবং এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

FLiX 10,000mAh স্লিম পাওয়ার ব্যাঙ্ক:

আপনি Amazon-এ এই পাওয়ার ব্যাঙ্ক অনলাইনে পাচ্ছেন মাত্র 599 টাকায় 67 শতাংশ ছাড়। আপনি এই পাওয়ার ব্যাঙ্কে 10,000mAh ব্যাটারি পেয়ে যাবেন। এর ডিজাইন এবং সাইজ খুবই ছোট এবং স্লিম।

pTron পাওয়ার ব্যাঙ্ক:

3,199 টাকায় আসছে, আপনি 69 শতাংশ ছাড় সহ এই পাওয়ার ব্যাঙ্কটি মাত্র 999 টাকায় কিনতে পারবেন। এই পাওয়ার ব্যাঙ্ক দ্রুত চার্জিং সাপোর্ট সহ আসে এবং কয়েক মিনিটের মধ্যে ফোন চার্জ করে।

Anker 10000 mAh পাওয়ার ব্যাঙ্ক:

আপনি এই পাওয়ার ব্যাঙ্কটি 1,999 টাকায় কিনতে পারবেন। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও পেয়ে যাবেন। এছাড়াও এতে 10000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।