Rechargeable Fan: ভ্যাপসা গরমে লোডশেডিং হলেও চিন্তা নেই, বিনা বিদ্যুতে 16 ঘণ্টা চলবে সস্তা দামের এই ফ্যান

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 29, 2023 | 2:38 PM

Affordable Rechargeable Fan: আপনাকে এমন কিছু টেবিল ফ্যানের কথা জানানো হবে, যা কারেন্ট গেলেও চলবে। তাও আবার একটানা 10 ঘন্টা চলবে একবার চার্জে। কোনও কোনও ফ্যানে LED লাইটও রয়েছে।

Rechargeable Fan: ভ্যাপসা গরমে লোডশেডিং হলেও চিন্তা নেই, বিনা বিদ্যুতে 16 ঘণ্টা চলবে সস্তা দামের এই ফ্যান

Follow Us

বর্ষা এলেও গরম যেন কিছুতেই কাছ ছাড়া হচ্ছে না। তার উপরে কোনও কোনও জায়গায় রাতে কারেন্ট থাকছে না। আর রাতে থাকলেও দিনের বেশি অনেকক্ষণই কারেন্ট অফ থাকায় ভোগান্তির শেষ নেই। বাড়িতে কুলার ও এসি থেকেও কোনও লাভ হয় না। এবার আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাকে এমন কিছু টেবিল ফ্যানের কথা জানানো হবে, যা কারেন্ট গেলেও চলবে। তাও আবার একটানা 10 ঘন্টা চলবে একবার চার্জে। কোনও কোনও ফ্যানে LED লাইটও রয়েছে। ফলে রাতে কারেন্ট চলে গেলে আপনাকে মোমবাতি খুঁজে বের করতে হবে না। আলো আর হাওয়া উভয়ই পাবেন। এর জন্য আপনাকে প্রচুর টাকাও খরচ করতে হবে না। মাত্র এক হাজার টাকার মধ্যেই আপনি এসব ফ্যান পেয়ে যাবেন। অনেক সস্তায় আপনি এই টেবিল ফ্যানগুলি কিনে ফেলতে পারবেন।

ভেলোম্যাক্স ক্লিপ অন ফ্যান:

এই ফ্যানটির সব থেকে ভাল ফিচার হল, এতে একটি মেশিন লাগানো আছে, তা থেকে ঠান্ডা জলের স্প্রে বের হয়। এর জন্য, ফ্যানে একটি 20ml জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। আপনাকে সেই ট্যাঙ্কে জল ঢালতে হবে। তাহলেই কেল্লাফতে। কারেন্ট চলে গেলেও আর চিন্তা নেই। আপনি ঠান্ডা হাওয়া পাবেন। এতে 5 টি মোড রয়েছে। সেই মোড অনুযায়ী আপনি ফ্যানটির স্পিড সেট করতে পারবেন। এটিতে পাওয়ারের জন্য একটি 4000mAh ব্যাটারি রয়েছে এবং একবার চার্জে এটি 16 ঘন্টা কাজ করতে পারে। এটি একবারে 15 মিনিটের জন্য স্প্রে করে। এর দাম 999 টাকা। তাহলে বুঝতেই পারছেন মাত্র 1000 টাকা মধ্যে আপনি এই দুর্দান্ত ফ্যানটি পেয়ে যাবেন।

রাইলান ডেস্ক ফ্যান টেবিল ফ্যান:

এই ফ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটিতে একটি LED লাইটও লাগানো আছে। অর্থাৎ আপনাকে আলাদা করে ঘরে ইমারজেন্সি লাইট জ্বালাতে হবে না। লাইটটি চালু করতে, আপনাকে অন বোতামটি দীর্ঘক্ষণ চাপতে হবে। তাহলেই আলো জ্বলে যাবে। পাওয়ারের জন্য, এতে একটি 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফ্যানটি একবার চার্জ করে 10 ঘন্টা চালাতে পারবেন। আবার এটি চার্জ করার সময়ও ব্যবহার করা যেতে পারে। এর দাম 899 টাকা।

সিনোওয়ে পোর্টেবল ফোল্ডেবল এয়ার ফ্যান:

এটি USB এর মাধ্যমে চার্জ করা যেতে পারে। এটিও একটি টেবিল ফ্যান। এতে এলইডি লাইটও রয়েছে। আকারে ছোট হলেও এর হাওয়ার স্পিড অনেক বেশি। ই-কমার্স সাইট অ্যামাজনে এই ফ্যানের দাম 539 টাকা।

Next Article