AC অনেকেই চালান। কিন্তু সঠিক নিয়ম মেনে আমাদের মধ্যে কতজনই বা Air Conditioner চালাই। আসলে এসি এমনই একটা জিনিস, যা চালাতে আমাদের একাধিক নিয়ম মেনে চলা উচিত। কারণ, AC-র ভুলগুলি যদি আমরা দীর্ঘ সময়ের জন্য যদি করতেই থাকি, তাহলে তা দ্রুত খারাপ হয়ে যেতে পারে। তার থেকেও বড় কথা হল, AC-র ভুলগুলি দিনের পর দিন করতেই থাকলে তা আপনার ইলেকট্রিসিটি বিল বাড়িয়ে দেবে এবং তার পরিবর্তে ঘর ঠান্ডা করতে অনেক বেশি সময় নিয়ে নেবে। তাই, জেনে নিতে হবে এমনই কয়েকটি ভুল যা আমরা রোজ AC চালাতে গিয়ে করে থাকি। সেগুলি জেনে নিয়ে যত দ্রুত সম্ভব সংশোধন করতে হবে। AC-র ভুলগুলি জেনে নেওয়া যাক।
1) নিয়মিত ফিল্টার পরিষ্কার না করা –
অনেকেই AC-র ফিল্টার নিয়মিত পরিষ্কার করেন না। এমনটা দীর্ঘদিন করলে আপনার এয়ার কন্ডিশনারের ফিল্টারে ধুলো জমে তা এসির বারোটা বাজাতে পারে। তার জন্য এসির কম্প্রেসারের লোড বেড়ে যায় এবং ঘরও ঠিকভাবে ঠান্ডা হয় না। শুধু তাই নয়। নির্দিষ্ট সময়ে আপনি যদি এসির ফিল্টার পরিষ্কার না করেন, তাহলে কম্প্রেসর নষ্ট হয়ে যেতে পারে। তাই, গ্রীষ্মকালে নিয়মিত আপনাকে এসির ফিল্টার পরিষ্কার করতে হবে।
2) কম তাপমাত্রায় দীর্ঘক্ষণ এসি চালানো –
অনেকেই মনে করেন, দ্রুত ঘর ঠান্ডা করতে AC-র তাপমাত্রা সর্বনিম্ন করে রাখলেই তা থেকে তাৎক্ষণিক স্বস্তি মিলতে পারে। এমনটা কিন্তু ঠিক নয়। তাতে এসির কম্প্রেসরের হঠাৎ করে চাপ পড়তে থাকে। দীর্ঘ সময় যদি আপনি এমনটা করতে থাকেন, তাহলে তার ঘর ঠান্ডা করার কার্যক্ষমতা কমে যায়।
3) সারাদিন AC চালু রাখা –
অনেকেই ঘর থেকে বেরোনোর সময়ও এসি বন্ধ করেন না। শুধু AC কেন, ফ্যান, লাইট কিছুই বন্ধ করেন না তাঁরা। এসি সঠিক ভাবে কাজ করার জন্য তার কিছুটা বিশ্রামেরও প্রয়োজন আছে। সারাদিন AC চালিয়ে রাখলে চলবে না। দিনের একটা নির্দিষ্ট সময় তা বন্ধও করে রাখতে হবে। তাতে, আপনার ইলেকট্রিসিটি বিলও কম আসবে।
4) দরজা-জানলা খুলে AC চালানো –
অনেকে দরজা-জানলা খোলা রাখা অবস্থাতেই ঘরে হুট করে AC চালিয়ে দেন। এমনটা করলে কিন্তু ঘর কোনও ভাবেই ঠান্ডা হবে না। তাই, এসি চালানোর সময় আপনাকে প্রথমেই নিশ্চিত করতে হবে যেন ঘরের দরজা-জানলা বন্ধ থাকে। ফলে, এসির লোডও বাড়ে এবং তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
5) ফ্যান ব্যবহার না করা –
অনেকেই AC চালানোর সময় ফ্যান চালান না। ফ্যান এবং এসি দুটো যদি একসঙ্গে চালান, তাহলে আপনার ঘরের সর্বত্র ঠান্ডা ছড়িয়ে পড়ে। তার ফলে একটা এসিতে বেশি লোডও পড়ে না। এসির কম্প্রেসরও অনেক ভাল থাকে।