Amazon-এ ফেস্টিভাল সেলের আগেই সস্তা হয়ে গেল ল্যাপটপ থেকে স্মার্টফোন, 89% পর্যন্ত ছাড়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 03, 2023 | 2:32 PM

Amazon Great Indian Festival Sale: SBI কার্ড দিয়ে শপিং করলে 10 শতাংশ অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। ই-কমার্স প্ল্যাটফর্ম স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, হেডফোন, ইয়ারবাড ইত্যাদি সহ অনেক ধরনের ইলেকট্রনিক জিনিসে ছাড় পাবেন। চলুন জেনে নেওয়া যাক কীসে কতটা করে ছাড় পাবেন।

Amazon-এ ফেস্টিভাল সেলের আগেই সস্তা হয়ে গেল ল্যাপটপ থেকে স্মার্টফোন, 89% পর্যন্ত ছাড়

Follow Us

পুজোর আগে ই-কমার্স সাইটগুলি তাদের বিরাট সব সেল নিয়ে হাজির হচ্ছে। সেল শুরুর তারিখও প্রায় একই দিনেই। Amazon Great Indian Festival Sale 2023 শুরু হবে 8ই অক্টোবর থেকে। আর সেদিন থেকেই বাকি ই-কমার্স সাইটগুলিও সেল শুরু করবে। তবে Amazon-এ প্রাইম সদস্যদের জন্য এই সেল 7 অক্টোবর থেকে শুরু হবে। আপনি যদি স্মার্টফোন, ল্যাপটপ বা স্মার্টওয়াচের মতো ডিভাইস কিনতে চান, তাহলে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করুন। কারণ এই সেলে সমস্ত জিনিসের উপর বিরাট ছাড় দেওয়া হবে। Amazon-এ ইলেকট্রনিক গ্যাজেটগুলিতে 89 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি হেডফোন বা ইয়ারবাড কিনতে চান, তবে তাতেও বিরাট ছাড় পেয়ে যাবেন। SBI কার্ড দিয়ে শপিং করলে 10 শতাংশ অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। ই-কমার্স প্ল্যাটফর্ম স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, হেডফোন, ইয়ারবাড ইত্যাদি সহ অনেক ধরনের ইলেকট্রনিক জিনিসে ছাড় পাবেন। চলুন জেনে নেওয়া যাক কীসে কতটা করে ছাড় পাবেন।

Fire-Boltt Ninja 3 Plus

আপনি Amazon থেকে Fire-Bolt Ninja 3 Plus স্মার্টওয়াচ কিনলে আপনি 90 শতাংশ ছাড় পাবেন। 1.83 ইঞ্চি ডিসপ্লে সহ স্মার্টওয়াচটির আসল দাম 9,999 টাকা। এই ঘড়িটি Kickstarter ডিলে মাত্র 999 টাকায় পাওয়া যাবে।

Samsung Galaxy S23 Ultra

Samsung-এর প্রিমিয়াম স্মার্টফোন Galaxy S23 Ultra-এ 17 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এই স্মার্টফোনটি 1,24,999 টাকায় পাওয়া যাচ্ছে, আর এর আসল দাম 1,49,999 টাকা। এছাড়াও, আপনি চাইলে এক্সচেঞ্জ অফার আরও 37,500 টাকা পর্যন্ত বাঁচাতে পারেন। তার জন্য আপনার পুরনো ফোনের অবস্থা ভাল হতে হবে।

Honor MagicBook 14

আপনি যদি কম দামে ল্যাপটপ কিনতে চান, তবে অ্যামাজনে বিভিন্ন ল্যাপটপের উপর ছাড় পেয়ে যাবেন। Honor ল্যাপটপ কিনলে 47 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপের আসল দাম 65,999 টাকা, কিন্তু আপনি এটি মাত্র 34,990 টাকায় কিনতে পারবেন। শুধু Honor নয়, HP, Xiaomi, Acer এবং Dell-এর মতো ব্র্যান্ডগুলির ল্যাপটপেও অনেক টাকার ছাড় পেয়ে যাবেন।

Next Article