Cheapest MacBook: বিশ্বের স্মার্টফোন বাজারে পরপর কয়েক বছর নিজেদের আধিপত্য দেখিয়ে এসেছে Apple iPhone। প্রায় সমস্ত দেশের মার্কেটেই ব্যাপক হারে বিক্রি হয় আইফোন। তবে এবার স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপের মার্কেটেও নিজেদের দাপট দেখাতে চলেছে Apple। অর্থাৎ অ্যাপল ল্যাপটপ বা ম্যাকবুকের বিক্রিবাট্টাও শিগগিরই বাড়তে চলেছে। কিন্তু কেন এমনটা হতে চলেছে? কী কারণে হঠাৎই MacBook এর বিক্রি বেড়ে যাবে?
Apple একটি নতুন MacBook মডেল নিয়ে কাজ করছে, যার দাম হবে অত্যন্ত কম। সেই ম্যাকবুক আসলে সরাসরি Google Chrome এর একচেটিয়া বাজারে থাবা বসাতে চলেছে। ডিজিটাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সস্তার ম্যাকবুক নিয়ে আসা হচ্ছে মূলত এডুকেশন সেক্টরের কথা মাথায় রেখে। এই মুহূর্তে সংস্থার ঝুলিতে যে ম্যাকবুক এয়ার ও প্রো লাইনআপের ল্যাপটপগুলি রয়েছে, তার থেকে অনেকাংশেই আলাদা হতে চলেছে কম দামি Apple MacBook। সেই ম্যাকবুকে মেটাল কেসিং ব্যবহার করা হবে ঠিকই, তবে দাম কমানোর জন্য মেকানিক্যাল উপাদানগুলি সস্তার ব্যবহার করা হবে।
এখন সবথেকে কম দামি Apple MacBook হল MacBook Air, যার দাম 99,900 টাকা। অ্যাপলের অফিসিয়াল স্টোর এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে এই দামেই পাওয়া যাবে ডিভাইসটি। তবে গুগল ক্রোমবুকের প্রতিযোগী কম দামের যে ম্যাকবুক নিয়ে অ্যাপল কাজ করছে, তার দাম হতে চলেছে iPhone 14 সিরিজ়ের ফোনের থেকেও কম। Apple iPhone 14 Plus-এর দাম 89,900 টাকা। তার থেকেও কম দামে লঞ্চ করা হবে নতুন ম্যাকবুক।
রিপোর্ট থেকে জানা গিয়েছে, Apple তার কম দামি ল্যাপটপ লঞ্চ করবে 2024 সালের দ্বিতীয়ার্ধ্বে। অ্যাপলের দুই সাপ্লায়ার কোয়ান্টা কম্পিউটার এবং ফক্সকনের কারণেই কম দামি অ্যাপল ল্যাপটপটি একটু দেরিতে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। বিগত কয়েক বছর ধরে মূলত দাম কম হওয়ার কারণেই ব্যাপক ভাবে জনপ্রিয় হয়েছে Chromebook। ডিজিটাইমসের রিপোর্ট অনুযায়ী, 2019 সালে 13.9 মিলিয়ন ক্রোমবুক শিপ করা হয়েছে, 2020 সালে তা বেড়ে 30.4 মিলিয়ন হয় এবং 2021 সালে তা 33.5 মিলিয়নে গিয়ে পৌঁছয়।
এদিকে Apple তার পরবর্তী iPhone 15 সিরিজ় লঞ্চের জন্যও তোড়জোড় শুরু করে দিয়েছে। 12 সেপ্টেম্বর এই সিরিজ়ের ফোনগুলি লঞ্চ করা হবে, যাতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হবে। এর পাশাপাশি সেই দিন পরবর্তী প্রজন্মের Apple Watch, তার সঙ্গে নতুন USB-C AirPodsও লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গেই আবার প্রথম Ultra Apple iPhone এর পর্দাও সে দিন উন্মোচিত হতে পারে।