Gaming Console: ভারতে একটি চমৎকার হ্যান্ডহেল্ড গেমিং কন্সোল লঞ্চ করল Asus, যার নাম ROG Ally। এই গেমিং কন্সোলের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 6.7 ইঞ্চির বড় ডিসপ্লে, পারফরম্যান্সের জন্য রয়েছে AMD-র Z1 এক্সট্রিম চিপসেট। ডিভাইসটির দাম 69,990 টাকা। ফ্লিপকার্ট এবং Asus-এর অনলাইন স্টোর থেকে গেমিং কন্সোলটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। পাশাপাশি বেশ কিছু অথোরাইজ়ড রিটেলারের কাছ থেকেও এই হ্যান্ডহেল্ড গেমিং কন্সোল ক্রয় করা যাবে। 12 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে সময়কালে প্রথম 200 জন কাস্টমার এই Asus ROG Ally গেমিং কন্সোল ক্রয় করলে 2,000 টাকার একটি কেস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এর ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
Asus ROG Ally: ফিচার ও স্পেসিফিকেশন
Asus ROG Ally গেমিং কন্সোলে রয়েছে ফুল HD IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এই প্যানেলের রেসপন্স টাইম 7ms এবং এটি 500 নিটসের পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লেটি একটি গোরিলা গ্লাস ভিক্টাস এবং গোরিলা গ্লাস DX দ্বারা সুরক্ষিত।
পারফরম্যান্সের দিক থেকে ROG Ally চালিত হচ্ছে AMD-র 4nm Z1 এক্সট্রিম প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে AMD RDNA3 অন-বোর্ড গ্রাফিক্স ও 4GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সঙ্গে। 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ রয়েছে ডিভাইসটির। মাইক্রোএসডি কার্ডরে জন্য রয়েছে আাদা একটি স্লট, যার মাধ্যমে স্টোরেজ বাড়িয়েও নিতে পারবেন।
দুটি স্পিকার রয়েছে এই ডিভাইসের, যেগুলি Dolby Atmos সার্টিফায়েড এবং এআই ভিত্তিক নয়েজ় ক্যান্সেলেশন ফিচার সহযোগে একটি মাইক্রোফোন অ্যারেও দেওয়া হয়েছে। কন্সোলটিতে এইট-ডিরেকশন D প্যাড, দুটি অ্যানালগ স্টিক, চারটি ফেস বাটন, ট্রিগার ও বাম্পারও রয়েছে। 40Whr ব্যাটারিও দেওয়া হয়েছে ডিভাইসটিতে।
3.5mm কম্বো অডিও জ্যাক, Asus এর ROG XG মোবাইল ইন্টারফেসের সাপোর্ট, ইউএসবি টাইপ-সি এবং মাইক্রোএসডি কার্ডের জন্য আলাদা স্লটের মতো একাধিক পোর্ট রয়েছে। ব্লুটুথ 5.2 এবং WiFi 6E সাপোর্ট করে ডিভাইসটি।