AC Installation Height: কোন উচ্চতায় AC বসানো উচিত? যে অবস্থানের সামান্য উঁচু-নীচু হলে ঘরই ঠান্ডা হবে না

AC Fitting Height: ঘরের ঠিক কোন অবস্থানে এসি বসানো উচিত? সঠিক জায়গায় আপনি যদি এসি ফিট করতে না পারেন, তাহলে ঘরটাই ঠান্ডা হবে না। তাই, এই বিষয়টি জেনে রাখা খুবই জরুরি।

AC Installation Height: কোন উচ্চতায় AC বসানো উচিত? যে অবস্থানের সামান্য উঁচু-নীচু হলে ঘরই ঠান্ডা হবে না
ঘরে এসি বসানোর সঠিক অবস্থানটি জেনে নিন।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 07, 2023 | 4:23 PM

AC Installation Tips: গরম পড়ে গিয়েছে। প্রতিদিনই তাপমাত্রা বেড়ে চলেছে। বহু মানুষই তাঁদের বাড়িতে AC চালাতে শুরু করে দিয়েছেন। খেয়াল করে দেখবেন যে, Split AC সাধারণত দেওয়ালের একটু উপরের দিকে ফিট করা হয়। কিন্তু দেওয়ালের উচ্চতায় কেন স্প্লিট এসি ফিট করা হয়, তা হয়তো অনেকেই জানেন না। যাঁরা নতুন AC কিনবেন বলে ভাবছেন, তাঁদের এই বিষয়টা জেনে রাখা ভাল। দেওয়ালে উঁচুতে এসি ফিট করার পিছনে কিছু বিজ্ঞান-ভিত্তিক কারণ রয়েছে। তাছাড়া আপনার দেওয়ালে ঠিক কতটা উচ্চতায় এসি ফিট করবেন তা নির্ভর করে সেই ঘরের আকার, ঘরের বিন্যাস, ব্যবহৃত এসি ইউনিট-সহ একাধিক বিষয়ের উপর।

AC ঘরের কোথায় ফিট করা উচিত?

একটা Split AC-র ইনডোর ইউনিট মেঝে থেকে 7-8 ফুট উচ্চতায় বসানো উচিত। অন্য দিকে Window AC-র ক্ষেত্রে সেই ইউনিটটি মেঝে থেকে প্রায় 3-4 ফুট উচ্চতায় ফিট করা উচিত। AC যেমনই হোক না কেন, সেটি এমন জায়গায় বসানো উচিত যেখান থেকে ঘরের প্রতিটা প্রান্তেই ঠান্ডা পৌঁছে যেতে পারে। এসির ইউনিট এমন জায়গায় রাখা উচিত নয়, যেখানে সরাসরি সূর্যের রশ্মি এসে পড়ে। এছাড়াও ঘরে তাপমাত্রা বেশি থাকে, এমন জায়গাতেও এসি বসানো উচিত নয়।

একটু উচ্চতায় AC ফিট করার সুবিধা কী?

এ বিষয়ে জেনে রাখা ভাল যে, এয়ার কন্ডিশনার থেকে ঠান্ডা হাওয়া প্রথমে ঘরের উপরের অংশেই ছড়িয়ে পড়ে এবং সেখানকার বাতাস ভারীও থাকে। এই একই সময়ে ঘরের নীচের বাতাস স্বাভাবিক এবং উপরের বাতাসের চেয়ে হাল্কাও থাকে। এরকম অবস্থায় ঠান্ডা বাতাস আস্তে আস্তে নীচে নামতে থাকে এবং গরম বাতাস উপরে উঠতে থাকে। সেই কারণে AC চালালে গোটা ঘরের তাপমাত্রা স্বাভাবিক থাকে।

ভিশন এয়ারের একটি প্রতিবেদন অনুযায়ী, ঘরের বাতাস ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই তা ঘন হয়ে নীচে নেমে যায় এবং গরম তাপে প্রতিস্থাপিত হয়। এই প্রক্রিয়া অবিরাম চলতে থাকে এবং তাপ স্থানান্তরও হতে থাকে। কোনও ঘরের একটু শীর্ষ অবস্থানে এয়ার কন্ডিশনার বসালে ঠান্ডা বাতাস দ্রুত নীচে নেমে অপেক্ষাকৃত গরম অঞ্চলকে ঠান্ডা করে।

AC নীচে ফিট করলে কী সমস্যা হবে?

এখন আপনি যদি ঘরের নীচের দিকে এয়ার কন্ডিশনার বসান, তাহলে নীচের বাতাস ঠান্ডাই থেকে যাবে এবং উপরের বাতাস উপরে গরমই থেকে যাবে। বায়ুপ্রবাহ কোনও ভাবেই নীচ থেকে উপরের দিকে হবে না। ফলে, ঘরের উপরের তাপমাত্রা গরমই থেকে যাবে এবং নীচে ঠান্ডা। গোটা ঘরে কোনও ভাবেই ঠান্ডা অনুভূত হবে না। বিজ্ঞান বলছে, এসি নীচে রাখলে কেবল ঘরের নীচের দিকের তাপমাত্রাই ঠান্ডা থাকবে এবং তা উপরে যাবে না। সেই কারণেই AC সব সময় উপরে বসানো উচিত।