Blaupunkt নিয়ে এল QLED TV, 43 ইঞ্চির দাম মাত্র 28,999 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 29, 2023 | 1:08 PM

43 ইঞ্চির Blaupunkt QLED TV-র দাম 28,999 টাকা। অন্য দিকে 55 ইঞ্চির মডেলের দাম 34,999 টাকা। ICICI, Kotak, Axis Bank-এর কাস্টমাররা এই টিভির উপরে পেয়ে যাবেন 10 শতাংশ ডিসকাউন্ট। নতুন টিভিগুলি আপনি ক্রয় করতে পারবেন ফ্লিপকার্ট থেকে।

Blaupunkt নিয়ে এল QLED TV, 43 ইঞ্চির দাম মাত্র 28,999 টাকা
চমৎকার টিভি নিয়ে এল Blaupunkt।

Follow Us

Blaupunkt ভারতে একই সঙ্গে দুটি স্মার্টটিভি নিয়ে এল। তার একটি 43 ইঞ্চির QLED TV এবং অপরটি 55 ইঞ্চির Google TV। নতুন Blaupunkt টিভিতে রয়েছে বেজ়েল-হীন ডিসপ্লে, ডলবি অ্যাটমস, ডলবি ভিসন এবং HDR10+। নতুন টিভিগুলির দাম, ফিচার, স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Blaupunkt QLED TV-র দাম

43 ইঞ্চির Blaupunkt QLED TV-র দাম 28,999 টাকা। অন্য দিকে 55 ইঞ্চির মডেলের দাম 34,999 টাকা। ICICI, Kotak, Axis Bank-এর কাস্টমাররা এই টিভির উপরে পেয়ে যাবেন 10 শতাংশ ডিসকাউন্ট। নতুন টিভিগুলি আপনি ক্রয় করতে পারবেন ফ্লিপকার্ট থেকে।

Blaupunkt QLED TV-র ফিচার ও স্পেসিফিকেশন

* এই টিভিতে রয়েছে 43 ইঞ্চির QLED 4K ডিসপ্লে, যা HDR10+ এবং Dolby Vision সাপোর্ট করে।

* এই স্মার্ট টেলিভিশনে রয়েছে 50W স্পিকার, যা পেয়ার করা থাকছে ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস এবং ডিটিএস ট্রুসারাউন্ড সাউন্ডের সঙ্গে।

* যেহেতু এটি একটি গুগল টিভি, আপনি একাধিক অ্যাপের অ্যাক্সেস পেয়ে যাবেন। সেই তালিকায় রয়েছে নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো, ডিজ়নি প্লাস হটস্টার এবং ইউটিউব। বাচ্চাদের বিভিন্ন অ্যাপ ও গেমের অ্যাক্সেস দিতে এতে রয়েছে একটি Kids Mode।

* কানেক্টিভিটির দিক থেকে এই টিভিতে রয়েছে ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ক্রোমকাস্ট এবং এয়ারপ্লে বিল্ট-ইন।

* গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার্ড রিমোটও রয়েছে এই Blaupunkt QLED TVতে।

Blaupunkt Google TV-র ফিচার ও স্পেসিফিকেশন

* 55 ইঞ্চির Blaupunkt টিভিতে রয়েছে 4K UHD LED বেজ়েল-লেস ডিসপ্লে, যা HDR10+ সাপোর্ট করছে। অ্যালয় স্ট্যান্ড রয়েছে এই টেলিভিশনে।

* Google TVতে রয়েছে 60W স্টিরিও বক্স স্পিকার সিস্টেম ও তার সঙ্গে DTS TruSurround টেকনোলজি এবং ডলবি ডিজিটাল প্লাস।

* 2GB RAM এবং 16GB পর্যন্ত স্টোরেজ রয়েছে এই টিভির। পারফরম্যান্সের দিক থেকে এই স্মার্ট টেলিভিশন চালিত হচ্ছে মিডিয়াটেক MT9062 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে Mali-G52 GPU এর সঙ্গে।

* কানেক্টিভিটির দিক থেকে রয়েছে ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই, তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট।

* তাছাড়াও আপনি এই টিভি ক্রয় করলে পেয়ে যাবেন ক্রোমকাস্ট, এয়ারপ্লে বিল্ট-ইন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার্ড রিমোটও থাকছে এই টিভিতে।

Next Article