Blaupunkt ভারতে একই সঙ্গে দুটি স্মার্টটিভি নিয়ে এল। তার একটি 43 ইঞ্চির QLED TV এবং অপরটি 55 ইঞ্চির Google TV। নতুন Blaupunkt টিভিতে রয়েছে বেজ়েল-হীন ডিসপ্লে, ডলবি অ্যাটমস, ডলবি ভিসন এবং HDR10+। নতুন টিভিগুলির দাম, ফিচার, স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
Blaupunkt QLED TV-র দাম
43 ইঞ্চির Blaupunkt QLED TV-র দাম 28,999 টাকা। অন্য দিকে 55 ইঞ্চির মডেলের দাম 34,999 টাকা। ICICI, Kotak, Axis Bank-এর কাস্টমাররা এই টিভির উপরে পেয়ে যাবেন 10 শতাংশ ডিসকাউন্ট। নতুন টিভিগুলি আপনি ক্রয় করতে পারবেন ফ্লিপকার্ট থেকে।
Blaupunkt QLED TV-র ফিচার ও স্পেসিফিকেশন
* এই টিভিতে রয়েছে 43 ইঞ্চির QLED 4K ডিসপ্লে, যা HDR10+ এবং Dolby Vision সাপোর্ট করে।
* এই স্মার্ট টেলিভিশনে রয়েছে 50W স্পিকার, যা পেয়ার করা থাকছে ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস এবং ডিটিএস ট্রুসারাউন্ড সাউন্ডের সঙ্গে।
* যেহেতু এটি একটি গুগল টিভি, আপনি একাধিক অ্যাপের অ্যাক্সেস পেয়ে যাবেন। সেই তালিকায় রয়েছে নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো, ডিজ়নি প্লাস হটস্টার এবং ইউটিউব। বাচ্চাদের বিভিন্ন অ্যাপ ও গেমের অ্যাক্সেস দিতে এতে রয়েছে একটি Kids Mode।
* কানেক্টিভিটির দিক থেকে এই টিভিতে রয়েছে ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ক্রোমকাস্ট এবং এয়ারপ্লে বিল্ট-ইন।
* গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার্ড রিমোটও রয়েছে এই Blaupunkt QLED TVতে।
Blaupunkt Google TV-র ফিচার ও স্পেসিফিকেশন
* 55 ইঞ্চির Blaupunkt টিভিতে রয়েছে 4K UHD LED বেজ়েল-লেস ডিসপ্লে, যা HDR10+ সাপোর্ট করছে। অ্যালয় স্ট্যান্ড রয়েছে এই টেলিভিশনে।
* Google TVতে রয়েছে 60W স্টিরিও বক্স স্পিকার সিস্টেম ও তার সঙ্গে DTS TruSurround টেকনোলজি এবং ডলবি ডিজিটাল প্লাস।
* 2GB RAM এবং 16GB পর্যন্ত স্টোরেজ রয়েছে এই টিভির। পারফরম্যান্সের দিক থেকে এই স্মার্ট টেলিভিশন চালিত হচ্ছে মিডিয়াটেক MT9062 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে Mali-G52 GPU এর সঙ্গে।
* কানেক্টিভিটির দিক থেকে রয়েছে ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই, তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট।
* তাছাড়াও আপনি এই টিভি ক্রয় করলে পেয়ে যাবেন ক্রোমকাস্ট, এয়ারপ্লে বিল্ট-ইন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার্ড রিমোটও থাকছে এই টিভিতে।