boAt Airdopes Flex 454 ANC ইয়ারবাড এসে গেল ভারতে, দাম মাত্র 2,000 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 22, 2023 | 5:49 PM

boAt Airdopes Flex 454 ANC ইয়ারবাডটি লঞ্চ করা হয়েছে 1,999 টাকায়। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। গানমেন্টাল ব্ল্যাক ও জিঙ্ক হোয়াইট এই দুই কালার অপশনে স্মার্ট হাতঘড়িটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

boAt Airdopes Flex 454 ANC ইয়ারবাড এসে গেল ভারতে, দাম মাত্র 2,000 টাকা
বোটের নতুন ইয়ারবাড।

Follow Us

TWS Earbud: একজোড়া নতুন ইয়ারবাড নিয়ে এল boAt। সেই লেটেস্ট boAt ইয়ারবাডের নাম Airdopes Flex 454 ANC। এই ইয়ারবাডটি লঞ্চ করা হয়েছে মাত্র 2,000 টাকায়। রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স। মাত্র 2,000 টাকায় পাওয়া যাবে Airdopes Flex 454 ANC ইয়ারবাডটি। গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন, 60 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম-সহ আরও অনেক কিছু। স্মার্টওয়াচটির দাম ও ফিচার্স সংক্রান্ত অন্যান্য তথ্যগুলি জেনে নিন।

boAt Airdopes Flex 454 ANC: দাম ও অন্যান্য তথ্য

boAt Airdopes Flex 454 ANC ইয়ারবাডটি লঞ্চ করা হয়েছে 1,999 টাকায়। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। গানমেন্টাল ব্ল্যাক ও জিঙ্ক হোয়াইট এই দুই কালার অপশনে স্মার্ট হাতঘড়িটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

boAt Airdopes Flex 454 ANC: স্পেসিফিকেশন ও ফিচার

ইন-ইয়ার ডিজ়াইন এবং ইন-ইয়ার ডিটেকশন সাপোর্ট করছে ইয়ারবাডটি। রয়েছে 10mm ড্রাইভার্স ও হাই-কোয়ালিটি এবং ক্লিয়ার অডিওর জন্য boAt-এর সিগনেচার সাউন্ড। 32dB অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন সাপোর্ট করছে ইয়ারবাডটি। চারটি মাইক্রোফোন রয়েছে, যাতে কলিংয়ের সময় ব্যাকগ্রাউন্ডের নয়েজ় এড়াতে AI ENx প্রযুক্তি দেওয়া হয়েছে।

ইয়ারবাডের অ্যাম্বিয়েন্ট মোডের কারণে ব্যাকগ্রাউন্ড সাউন্ড তার ফ্লোতেই চলবে। ফলে, এই ইয়ারবাড থেকে আপনার প্রিয় গান শোনার সময়ও সারা দুনিয়ার সঙ্গে যোগাযোগও রাখতে সক্ষম হবেন আপনি। অ্যাডাপ্টিভ EQ সাপোর্ট করছে ইয়ারবাডটি। আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী মিউজ়িক কাস্টমাইজ় করে নিতে পারবেন।

এক চার্জে এই ইয়ারবাডটি 60 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। আবার ANC অন করে রাখলে 45 ঘণ্টার ব্যাকআপ পাওয়া যায় ইয়ারবাড থেকে। ASAP ফাস্ট চার্জিং সাপোর্ট করছে এই ইয়ারবাড। তার ফলে মাত্র 10 মিনিটের চার্জেই আপনি 240 মিনিট পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন।

এই ইয়ারবাডে বিস্ট মোড রয়েছে 60 ms লো ল্যাটেন্সির জন্য। দেওয়া হয়েছে একটি SpeakThru ফিচার, যার মাধ্যমে আপনি ইয়ারবাডটি পরে মাত্র তিনবার ট্যাপ করেই কথা বলতে পারবেন। আবার আপনি যখন কারও সঙ্গে কথা বলবেন তখন পারিপার্শ্বিকের আওয়াজ কমিয়ে দেবে ইয়ারবাডটি।

Next Article
দুরন্ত লুক ও ফিচার্সের স্মার্টওয়াচ নিয়ে এল Amazfit
Amazon-এ 32 থেকে 55 ইঞ্চির টিভিতে মিলছে 50 শতাংশ অবধি ছাড়, আগেই দেখে নিন দাম