Latest Neckband: চমৎকার স্মার্ট নেকব্যান্ড লঞ্চ করল দেশি টেক ব্র্যান্ড boAT। সংস্থার সেই লেটেস্ট নেকব্যান্ডের নাম Rockerz 378। এই নেকব্যান্ডের দাম খুবই কম। মাত্র 1,300 টাকারও কম খরচে এই অডিও ডিভাইসটি আপনি পেয়ে যাবেন। তবে বাজেট নেকব্যান্ডটি সস্তার প্রাইস ক্যাটেগরিতে নিয়ে আসা হলেও তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। 3D স্পেশিয়াল বায়োনিক সাউন্ড, 25 ঘণ্টার ব্যাটারি লাইফ এবং অত্যন্ত শক্তিশালী 200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
boAt Rockerz 378: দাম ও উপলব্ধতা
boAt Rockerz 378 নেকব্যান্ডটি ভারতে লঞ্চ করা হয়েছে 1,299 টাকায়। একাধিক কালার অপশন রয়েছে নেকব্যান্ডটির- ব্ল্যাক, ডার্ক ব্লু, লাইট ব্লু এবং লাল। boAt-এর অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অ্যামাজ়ন থেকে অডিও ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
boAt Rockerz 378: স্পেসিফিকেশন, ফিচার্স
boAt Rockerz 378 নেকব্যান্ডে রয়েছে বেশ বড় একটি ব্যাটারি। মাত্র 10 মিনিটের চার্জে গাড়িটি 25 ঘণ্টার ব্যাটারি লাইফ, 15 ঘণ্টার প্লেব্যাক টাইম দিতে পারে। boAt Rockerz-এ রয়েছে একটি 200mAh ব্যাটারি। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার ফলে মাত্র আধ ঘণ্টার মধ্যেই নেকব্যান্ডটি ফুল চার্জড হতে পারে।
এই নেকব্যান্ডে রয়েছে 10mm ডায়নামিক ড্রাইভার ও 3D স্পেসিয়াল বায়োনিক সাউন্ড, যা দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটির জন্য THX দ্বারা টিউন করা হয়েছে। boAt দাবি করছে, অ্যাকাউস্টিক টেকনোলজি 3D Spatial Bionic Sound 3-ডাইমেনশনাল রিয়্যালিস্টিক অডিও এবং পজ়িশনাল অ্যাকিওরেসি দিতে পারবে। ডিভাইসটি 65ms পর্যন্ত অডিও ল্যাটেন্সি কমাতে পারে। পাশাপাশি ইয়ারবাডটি কোম্পানির ‘সিগনেচার সাউন্ড’-ও অফার করছে নেকব্যান্ডটি।
Bluetooth V5.1 সাপোর্ট করে এই নেকব্যান্ড, যা ফাস্টার কানেক্টিভিটি সাপোর্ট করে। ওয়াটার ও সোয়্যেট রেজ়িস্ট্যান্সের জন্য boAT Rockerz 378 নেকব্যান্ডটি IPX5 রেটিং প্রাপ্ত। ওজনে খুবই হাল্কা এই নেকব্যান্ড, ম্যাগনেটিক ইয়ারবাড রয়েছে এতে।
ডেডিকেটেড কুইক-সুইচ বাটন রয়েছে মিউজ়িক থেকে গেমিংয়ের কুইক সুইচ করার জন্য। boAT Rockerz 378 স্মার্টওয়াচটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। ভয়েস কমান্ডের জন্য এতে রয়েছে গুগল ও সিরি। লেটেস্ট খবর থেকে শুরু করে ওয়েদার আপডেট, ক্রিকেট স্কোর সহ একাধিক জরুরি বিষয় জানতে সাহায্য করবে নেকব্যান্ডটির ভয়েস কমান্ড, যা একবার প্রেস করলেই কাজ করবে।