স্মার্টফোনের কাজ করে দেবে boAt-এর এই স্মার্ট রিং, দাম একদমই কম; হাতছাড়া করবেন না সুযোগ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 28, 2023 | 11:15 AM

Boat's Smart Ring: বোট স্মার্ট রিং-এ হার্ট রেট মনিটরিং, SpO2 এবং শরীরের তাপমাত্রা মাপার মতো মনিটর দেওয়া হয়েছে। এমনকি আপনি কতক্ষণ ঠিকভাবে ঘুমচ্ছেন বা আদৌ আপনার ঘুম ভালভাবে হয়েছে কি না সমস্ত কিছুর তথ্য দিতে পারবে এই স্মার্ট রিং।

স্মার্টফোনের কাজ করে দেবে boAt-এর এই স্মার্ট রিং, দাম একদমই কম; হাতছাড়া করবেন না সুযোগ

Follow Us

দিনের পর দিন বাজারে নতুন নতুন ডিভাইস এসেই চলেছে। সেই ডিভইসের তালিকায় যুক্ত হয়েছে স্মার্ট রিং। স্মার্টওয়াচ-এর পর এবার বিভিন্ন বড় বড় কোম্পানি স্মার্ট রিং নিয়ে আসছে। ফলে দামি ঘড়ির বদলে নিয়ে নিতেই পারেন একটি স্মার্ট রিং। boAt বাজারে একটি নতুন স্মার্ট রিং নিয়ে এল। যদিও এর আগে নয়েজ (Noise) স্মার্ট রিং চালু করেছে। তবে boAt তার প্রথম স্মার্ট রিং লঞ্চ করেছে। এটি সিরামিক স্পোর্টস ডিজাইনে বাজারে আনা হয়েছে। এই স্মার্ট রিংটি আপনার দৈনন্দিন সমস্ত কাজকর্ম ট্র্যাক করতে পারে। এর জন্য় আপনাকে বেশি টাকাও খরচ করতে হবে না। খুব কম খরচে আপনি এই স্মার্ট রিংটি কিনতে পারবেন।

বোট স্মার্ট রিংয়ের দাম কত?

নতুন বোট স্মার্ট রিংয়ের দাম 8,999 টাকা। এটি Amazon এর পাশাপাশি Flipkart থেকেও কিনতে পারবেন। 28 অগস্ট থেকে এই স্মার্ট রিং-এর বিক্রি শুরু হবে। এই রিংটি 7, 9 এবং 11 তিনটি আকারে রয়েছে। এর আকার 17.40 মিমি, 19.15 মিমি এবং 20.85 মিমি।

এতে দুর্দান্ত সব ফিচার রয়েছে:

বোট স্মার্ট রিং-এ অ্যাডভান্স ট্র্যাকিং ফিচার দেওয়া হয়েছে। এটিতে একটি প্রিমিয়াম সিরামিক লুক রয়েছে। বোট স্মার্ট রিং-এ স্মার্ট টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে। এতে আপনি নেভিগেশন সুবিধা পাবেন। আপনি এই স্মার্ট রিং-এ গানও চালাতে পারবেন। শুধু তাই নয়, আপনি সেটা টাচ-এর সাহায্যে কন্ট্রোলও করতে পারবেন।

বোট স্মার্ট রিং-এ হার্ট রেট মনিটরিং, SpO2 এবং শরীরের তাপমাত্রা মাপার মতো মনিটর দেওয়া হয়েছে। এমনকি আপনি কতক্ষণ ঠিকভাবে ঘুমচ্ছেন বা আদৌ আপনার ঘুম ভালভাবে হয়েছে কি না সমস্ত কিছুর তথ্য দিতে পারবে এই স্মার্ট রিং। এই স্মার্ট রিংটি নয়েজের লুনা রিং-কে টেক্কা দিতে পারবে বলে কোম্পানির দাবি। লুনা রিং-এর দাম 5,499 টাকা।

ফটো ক্লিক করতে পারবেন:

এই নতুন বোট স্মার্ট রিং থেকে আপনি ছবিও ক্লিক করতে পারবেন। কোম্পানির অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে এই রিংটি ব্যবহার করা যাবে।

Next Article