AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Boult Audio: ভারতে লঞ্চ হয়েছে এই সংস্থার নতুন এয়ারবাস প্রোপডস এক্স ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস

এই ইয়ারবাডসে রয়েছে ইউএসবি টাইপ- সি কানেক্টিভিটি এবং এটি একটি আইপিএস৫ রেটেড ডিভাইস। অর্থাৎ ঘাম এবং জলের ক্ষেত্রে এই ইয়ারবাডস রেসিসট্যান্ট ডিভাইস হিসেবে কাজ করে।

Boult Audio: ভারতে লঞ্চ হয়েছে এই সংস্থার নতুন এয়ারবাস প্রোপডস এক্স ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস
ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া এই ইয়ারবাডসে রয়েছে টাইপ- সি ইউএসবি কানেক্টিভিটি।
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 8:54 AM
Share

ভারতে লঞ্চ হয়েছে বোল্ট অডিয়ো এয়ারবাস প্রোপডস এক্স ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস। এই নতুন ইন-ইয়ার ব্লুটুথ ইয়ারবাডস পাওয়া যাবে একটি মাত্র রঙে- কালো রঙে। এই ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। বোল্ট অডিয়োর এই লেটেস্ট ওয়্যারলেস ইয়ারবাডসে রয়েছে টাচ কন্ট্রোল ফিচার। ফোন ধরা বা ছাড়ার ক্ষেত্রে এই টাচ কন্ট্রোল ফিচার কাজ করে। এছাড়াও ভলিউম বা শব্দ নিয়ন্ত্রণ, মিউজিক ট্র্যাকের নিয়ন্ত্রণ এবং আরও অনেক কাজই করা সম্ভব হয় এই টাচ কন্ট্রোল ফিচারের সাহায্যে।

এই ইয়ারবাডসে রয়েছে ইউএসবি টাইপ- সি কানেক্টিভিটি এবং এটি একটি আইপিএস৫ রেটেড ডিভাইস। অর্থাৎ ঘাম এবং জলের ক্ষেত্রে এই ইয়ারবাডস রেসিসট্যান্ট ডিভাইস হিসেবে কাজ করে। বোল্ট অডিয়ো সংস্থার দাবি তাদের এই ইয়ারবাডস অ্যাফোর্ডেবল রেঞ্জের আওতায় রয়েছে। এছাড়াও চার্জিং কেস সমেত এই ইয়ারবাডস প্রায় ৩২ ঘণ্টা পর্যন্ত ‘টোটাল প্লেব্যাক টাইম’- এর সুবিধা দিতে পারবে বলে দাবি করে সংস্থা।

ভারতে বোল্ট অডিয়ো এয়ারবাস এক্স- ডিভাইসের দাম এবং উপলব্ধতা-

লঞ্চের পর এই ইয়ারবাডসের ইন্ট্রোডাক্টরি প্রাইস ১৪৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং বোল্ট অডিয়ো সংস্থার অফিশিয়াল সাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। এক বছরের ইন্ডাস্ট্রি ওয়ারেন্টি রয়েছে এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসে।

বোল্ট অডিয়ো এয়ারবাস প্রোপডস এক্স ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের স্পেসিফিকেশন এবং ফিচারগুলো দেখে নিন

  • এই ইয়ারবাডসে ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্সের সঙ্গে থাকছে ইনবিল্ট মাইক্রো woofers। এই মাইক্রো woofers – এর সাহায্যে জোরালো শব্দ পাওয়া সম্ভব। প্রতিটি ইয়ারবাডসে রয়েছে একটি মাইক্রোফোন।
  • এই ইয়ারবাডসে একটি অ্যাঙ্গেলড বাড থাকছে যার মধ্যে রয়েছে নরম সিলিকন টিপ। এর ফলে অনেকক্ষণ কানে ইয়ারবাডস পরে থাকলেও ইউজারের কোনও অসুবিধা হবে না।
  • বোল্ট অডিয়োর এই নতুন ইয়ারবাডস টাচ সেনসিটিভ ডিভাইস। অর্থাৎ এখানে রয়েছে টাচ কন্ট্রোল। ফলে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকা অবস্থায় ফোন এলে তা ধরার সময় কিংবা ফোনকল কেটে দেওয়ার ক্ষেত্রে এই টাচ কন্ট্রোলের সাহায্যে কাজ করা সম্ভব। এছাড়াও মিউজিক ট্র্যাক বা প্লেব্যাক পরিবর্তন করা, ভলিউম বা শব্দ অ্যাডজাস্ট করা কিংবা এই ইয়ারবাডসের সঙ্গে সংযুক্ত স্মার্টফোনের ভয়েস অ্যাসিসট্যান্ট সিরি বা গুগল অ্যাসিসট্যান্টকে কমান্ড করার ক্ষেত্রেও কাজে লাগে এই টাচ কন্ট্রোল ফিচার। কয়েকটি নির্দিষ্ট ধাপে তা ব্যবহার করা সম্ভব।
  • বোল্ট অডিয়ো এয়ারবাস প্রোপডস এক্স ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস আসলে একটি আইপিএস৫ রেটেড ডিভাইস। অর্থাৎ এই ইয়ারবাডস ওয়াটার রেসিসট্যান্ট এবং সোয়েট প্রুফ। বৃষ্টিতেও এর কোনও ক্ষতি হবে না। ব্লুটুথ ভি ৫.১ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে।
  • এই ইয়ারবাডসে অটো পেয়ারিং সাপোর্ট রয়েছে। এই ফিচারের সাহায্যে খুব সহজেই স্মার্টফোনের সঙ্গে ইয়ারবাডস পেয়ারড বা সংযুক্ত হয়ে যায়। তবে এক্ষেত্রে প্রথমবার সফলভাবে পেয়ারড হওয়া প্রয়োজন। তাহলেই দ্বিতীয়বার থেকে অটো পেয়ারিং ফিচার কাজ করবে সঠিকভাবে।
  • ফোন করা থেকে গান শোনা কিংবা ভিডিয়ো দেখা— সব ধরনের কাজই এই ইয়ারবাডসের মাধ্যমে সম্ভব।
  • টাইপ- সি ইউএসবি চার্জিং সাপোর্টের মাধ্যমে এই ইয়ারবাডসে ১০ মিনিট চার্জ দিলে ১০০ মিনিট প্লেব্যাক টাইম পাওয়া যায় বলে দাবি করেছে বোল্ট অডিয়ো সংস্থা। আর ইয়ারবাডসে পুরো চার্জ থাকলে প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া সম্ভব।

আরও পড়ুন- Internet Smart Feeling Study: মানুষ নিজেকে যতটা স্মার্ট ভাবে, ততটা নয়, আসলে বোকা বানাচ্ছে ইন্টারনেট, গবেষণায় মারাত্মক তথ্য