Boult Sterling Pro স্মার্টওয়াচ ও Astra TWS হাজির, দাম ও ফিচার্স কেমন?
Boult Sterling Pro স্মার্টওয়াচের দাম 2,499 টাকা, অন্য দিকে Astra TWS ইয়ারবাডটি পাওয়া যাবে মাত্র 1,399 টাকায়। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইস দুটি কিনতে পারবেন কাস্টমাররা।
Boult Audio ভারতে দুটি নতুন ওয়্যারেবল প্রোডাক্ট লঞ্চ করে দিল। তার একটি স্মার্টওয়াচ এবং অপরটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। ঘড়িটির নাম Boult Sterling Pro এবং TWS ইয়ারবাডের নাম Astra TWS। দুটি ডিভাইসের দামই অত্যন্ত কম। তরুণ প্রজন্মকে লক্ষ্য রেখে ডিভাইস দুটি লঞ্চ করা হয়েছে। এদের মধ্যে Boult Sterling Pro স্মার্টওয়াচের দাম 2,499 টাকা, অন্য দিকে Astra TWS ইয়ারবাডটি পাওয়া যাবে মাত্র 1,399 টাকায়। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইস দুটি কিনতে পারবেন কাস্টমাররা।
Boult Sterling Pro: কী রয়েছে এই স্মার্টওয়াচে?
Sterling Pro স্মার্টওয়াতে রয়েছে 1.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা HD রেজ়োলিউশন সাপোর্ট করে এবং ব্রাইটনেস 800 নিটস। স্টেইনলেস স্টিল ডিজ়াইন ও পলিকার্বোনেট ফ্রেম থাকার ফলে স্মার্টওয়াচটি খুব হাল্কা এবং টেকসই হয়ে উঠেছে। ব্ল্যাক ও সিলভার এই দুই রঙে পাওয়া যাবে স্মার্টওয়াচটি।
ব্লুটুথ কলিং সাপোর্ট করে স্মার্ট হাতঘড়িটি। রয়েছে ডেডিকেটেড মিক ও স্পিকার। গুরুত্বপূর্ণ হেল্থ ফিচার্সের মধ্যে ঘড়িটিতে রয়েছে হার্ট রেট সেন্সর, একটি SpO2 সেন্সর, ব্লাড প্রেসার মনিটর, একটি স্লিপ ও পিরিয়ড ট্র্যাকার। তাছাড়া 100টি স্পোর্টস মোড এবং 250টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে ঘড়িটিতে।
আপনাকে ঘন ঘন জলপানের কথা মনে করাবে ঘড়িটি। এটি আপনার ক্যালোরি ট্র্যাক করা থেকে শুরু করে কতগুলি পদক্ষেপ নিয়েছেন এবং কতটা দূরত্ব অতিক্রম করেছেন, তারও ট্র্যাক করতে পারে। ওয়াটার ও ডাস্ট রেজ়িস্ট্যান্সের জন্য এই ঘড়িটি IP68 রেটিং প্রাপ্ত। 4টি UI থিম এবং গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরি সাপোর্ট করে।
Boult Astra TWS: স্পেসিফিকেশন ও ফিচার
এটি একটি গেমিং সেন্ট্রিক ট্রু ওয়্যারলেস ইয়ারবাড, যাতে ব্রিদিং LED লাইটস রয়েছে। এই লাইট ইয়ারবাডের ব্যাটারি লেভেল সম্পর্কে নোটিফাই করতে পারে। কোয়াড-মিক সেটআপের এই ইয়ারবাড ENC সাপোর্ট করে, যা কলিংয়ের সময় ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন শব্দ-মুক্ত রাখতে পারে।
ইয়ারবাডটি 40ms লো ল্যাটেন্সি এবং BoomX টেকনোলজি সাপোর্ট করে এনহ্যান্সড অডিও এক্সপিরিয়েন্সের জন্য। মাত্র 10 মিনিটের চার্জে 48 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ এবং 100 মিনিট পর্যন্ত লিসেনিং টাইম দিতে পারে ইয়ারবাডটি। দ্রুত পেয়ারিংয়ের জন্য এতে রয়েছে ব্লিঙ্ক অ্যান্ড পেয়ার টেকনোলজি, ব্লুটুথ 5.3 এবং IPX5 রেটিং। ব্ল্যাক গ্লস, হোয়াইট ওপাল এবং স্মোকি মেটাল এই তিনটি রঙে পাওয়া যাবে ইয়ারবাডটি।