AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSNL vs Jio: একই খরচে রিলায়েন্স জিও-র থেকে ৪৫২জিবি অতিরিক্ত ডেটা অফার করছে বিএসএনএল

Jio vs BSNL Yearly Prepaid Plans: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর ঝুলিতে এমনই একটি প্ল্যান রয়েছে, যা জিও-কে টেক্কা দিচ্ছে। দুটি প্ল্যানের খরচও এক, মেয়াদও এক। কিন্তু অফারে অনেক এগিয়ে বিএসএনএল।

BSNL vs Jio: একই খরচে রিলায়েন্স জিও-র থেকে ৪৫২জিবি অতিরিক্ত ডেটা অফার করছে বিএসএনএল
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 9:38 PM
Share

বেসরকারি টেলিকম সংস্থাগুলির প্রায় সকলেই একাধিক বাৎসরিক রিচার্জ প্ল্যান অফার করে থাকে। কিন্তু সম্প্রতি এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও-র মতো সংস্থা তাদের ট্যারিফ প্ল্যানের খরচ বাড়ানোর ফলে সেই ৩৬৫ দিন মেয়াদের রিচার্জ প্ল্যানের খরচও বেড়েছে। এদিকে বিএসএনএল (BSNL)-এর কোনও প্ল্যানের খরচ কিন্তু বাড়েনি। সেই রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থাটির ঝুলিতেও রয়েছে একটি বাৎসরিক রিচার্জ প্ল্যান। দেখা যাচ্ছে, সরকারি এই টেলিকম সংস্থার ঝুলিতে এমনই একটি প্ল্যান রয়েছে, যা জিও (Reliance Jio)-কে টেক্কা দিচ্ছে। দুটি প্ল্যানের খরচও এক, মেয়াদও এক। কিন্তু অফারে অনেক এগিয়ে বিএসএনএল। রিলায়েন্স জিও এবং বিএসএনএল-এর ২,৯৯৯ টাকার বাৎসরিক রিচার্জ প্ল্যান (Recharge Plan) সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

বিএসএনএল ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান

সরকারি বিএসএনএল-এর পোর্টফোলিওতে রয়েছে ২,৯৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান, যাকে বলা হয় বিএসএনএল পিভি২৯৯৯ প্ল্যান। এই প্রিপেড প্যাকে ইউজারদের এমনিতে ৩৬৫ দিন ভ্যালিডিটি দেওয়া হয়। সম্প্রতি প্ল্যানটির মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। ফলে বৈধতা বেড়ে ৪৫৫ দিন হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন গ্রাহককে ৩জিবি করে হাই-স্পিড ডেটা অফার করা হয়। তাতে বছর শেষে মোট ১,০৯৫জিবি ইন্টারনেট পাওয়া যেত এতদিন। এখন ভ্যালিডিটি আরও ৯০ দিন বাড়ানোর ফলে এই প্ল্যানে আরও ২৭০জিবি অতিরিক্ত ইন্টারনেট পাওয়া যাবে। ফলে সব মিলিয়ে এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ১,৩৬৫জিবি ইন্টারনেট পেয়ে যাবেন, যা রিলায়েন্স জিও-র তুলনায় অনেকটাই বেশি। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস ইত্যাদি একাধিক অফার পাওয়া যায়। তবে দৈনিক ডেটার লিমিট একবার শেষ করে ফেললে ডেটার স্পিড হয়ে যায় ৮০ কেবিপিএস। মনে রাখতে হবে যে, এই অতিরিক্ত ভ্যালিডিটির অফার আসলে একটি প্রোমোশনাল অফার, যা উপলব্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত। যদিও বিএসএনএল-এর এই প্ল্যানে থ্রিজি স্পিডই পাওয়া যাবে।

রিলায়েন্স জিও ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান

রিলায়েন্স জিও তার ইউজারদের একটি ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এই প্ল্যানটি জিওমার্ট মহা ক্যাশব্যাক অফারের আওতাভুক্ত। প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ২০০ টাকা ক্য়াশব্যাক পেয়ে যাবেন। এই প্রিপেড প্যাকটি ১ বছর বা ৩৬৫ দিনের জন্য বৈধ। প্রতিদিন এই প্ল্যানে ইউজারদের ২.৫জিবি করে ডেটা অফার করা হয়। সেই সঙ্গেই আবার রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুযোগও। তবে দৈনিক ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৬৪কেবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানটি রিচার্জ করলে বিএসএনএল ইউজাররা সর্বসাকুল্যে ৯১২.৫জিবি ইন্টারনেট পেয়ে যাবেন, যা বিএসএনএল-এর ২,৯৯৯ টাকার প্ল্যানের ৪৫২জিবি কম। যদিও রিলায়েন্স জিও-র এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড, জিও সিকিওরিটি ইত্যাদি অ্যাপস অফার করা হয় এবং নেটওয়ার্ক স্পিড ৪জি।

সিদ্ধান্ত

সরকারি এবং বেসরকারি এই দুই সংস্থার ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে অনেকটাই এগিয়ে রয়েছে বিএসএনএল। অতিরিক্ত ৪৫২জিবি ডেটা এবং ৯০ দিন অতিরিক্ত ভ্যালিডিটি অফার করছে সরকারি এই টেলিকম সংস্থা। তবে সমস্যা একটাই। রিলায়েন্স জিও যেখানে ৪জি ডেটা স্পিড দিয়ে থাকে, সেখানে বিএসএনএল এখনও থ্রিডি সার্ভিসে পড়ে রয়েছে। এছাড়াও রিলায়েন্স জিও তার ২,৯৯৯ টাকার প্ল্যানে একাধিক জিও অ্যাপস সম্পূর্ণ বিনামূল্যে ইউজারদের ব্যবহার করতে দেয়।

আরও পড়ুন: দু’দিন বিনামূল্যে কলিং ও ডেটার অফার রিলায়েন্স জিও-র, আপনার জন্যও?

আরও পড়ুন: বিএসএনএলের ১৯৭ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান, মেয়াদ ১৫০ দিন, গ্রাহকরা রোজ পাবেন ২ জিবি ডেটা

আরও পড়ুন: ৮ বছর পর গুগল ক্রোম-এর লোগো পরিবর্তন, সেই পরিবর্তন খুঁজতে গিয়ে গলদঘর্ম অবস্থা নেটাগরিকদের!