AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dell-এর ল্যাপটপে 28 হাজার টাকা ছাড়, রয়েছে চোখধাঁধানো সব অফার

Dell Laptop Offers: আপনি যদি একটি নতুন ল্যাপটপ কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। এবার নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্ন এসেছে, যে কোথায় এই অফার পাবেন? আসলে এই অফার আপনি Flipkart-এ পেয়ে যাবেন। এখানে Dell-এর বেশ কিছু ল্যাপটপে অফার পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

Dell-এর ল্যাপটপে 28 হাজার টাকা ছাড়, রয়েছে চোখধাঁধানো সব অফার
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 3:07 PM
Share

Dell ল্যাপটপের চাহিদা সবসময়ই বেশি থাকে। ফলে অনেক সময়ই এর কোনও না কোনও ল্যাপটপে অফার চলে। আপনি যদি একটি নতুন ল্যাপটপ কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। এবার নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্ন এসেছে, যে কোথায় এই অফার পাবেন? আসলে এই অফার আপনি Flipkart-এ পেয়ে যাবেন। এখানে Dell-এর বেশ কিছু ল্যাপটপে অফার পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

DELL Intel Core i3 11th Gen

যদি একটি ভাল প্রসেসর সহ একটি ল্যাপটপ কিনতে চান, তাও আবার কম দামে। তাহলে এটি কিনে নিতে পারেন। এই ল্যাপটপের আসল দাম 55,999 টাকা এবং আপনি এটি 38% ছাড়ে 34,290 টাকায় কিনতে পারবেন। এই ল্যাপটপের চাহিদাও অনেক বেশি এবং আপনি এটি Flipkart থেকে অর্ডার করতে পারেন। 1 বছরের ওয়ারেন্টি ছাড়াও আরও অনেক ফিচার পেয়ে যাবেন।

DELL Intel Core i3

Flipkart-এ DELL Intel Core i3 ল্যাপটপটি অনাক কম দামে কিনে ফেলতে পারবেন। আপনি 38% ডিসকাউন্ট সহ Flipkart থেকে DELL Intel Core i3 ল্যাপটপ অর্ডার করতে পারেন। এই ল্যাপটপের আসল দাম হল 62,561 টাকা। যেখানে ছাড়ের পরে এটি 38,780 টাকায় কেনা যাবে। এছাড়াও ফোনে অনেক ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। আপনি HDFC ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে 10% ছাড় পেতে পারেন। কোম্পানির পক্ষ থেকে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। আর এই সব অফারের পরে, এই ল্যাপটপটি 28 হাজার টাকারও বেশি সস্তায় কিনে ফেলতে পারবেন।

DELL AMD Ryzen 3 Quad Core

DELL AMD Ryzen 3 Quad Core-এর আসল দাম হল 46,372 টাকা এবং আপনি 31% ছাড়ের পরে 31,990 টাকায় কিনে নিতে পারবেন। আপনি ব্যাঙ্কের অফারগুলির ছাড়াও আলাদা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে সেই ব্যাঙ্কের অফার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পাবেন। এটি ওজনে খুবই হালকা এবং ডিজাইনটিও দুর্দান্ত। এছাড়াও এতে দুর্দান্ত সব ফিচার রয়েছে।