Dell Laptop: একসঙ্গে 3 ল্যাপটপ লঞ্চ করে দিল Dell, ফাটাফাটি ফিচার; কেনার আগে চেক করুন দাম

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 24, 2023 | 3:03 PM

XPS 13 Plus, XPS 15, and XPS 17: 2023 সিরিজের XPS নোটবুকগুলি কোয়াড-স্পিকার সেটআপ, 4-সাইড ইনফিনিটি এজ টাচ ডিসপ্লে এবং মেটাল বিল্ডের মতো ফিচারগুলিও দেওয়া হয়েছে।

Dell Laptop: একসঙ্গে 3 ল্যাপটপ লঞ্চ করে দিল Dell, ফাটাফাটি ফিচার; কেনার আগে চেক করুন দাম

Follow Us

New 3 Dell Laptop: ভারতীয় বাজারে অনেক ল্যাপটপ কোম্পানি রয়েছে। তার মধ্য়েই একটি জনপ্রিয় কোম্পানি হল Dell। কোম্পানিটি একসঙ্গে তিনটি নতুন ল্যাপটপ বাজারে এনেছে। Dell ভারতে তিনটি নতুন ল্যাপটপ চালু করেছে – XPS 13 Plus, XPS 15 এবং XPS 17। তিনটি নোটবুকেই আপডেটেড 13 তম ভার্সনের ইন্টেল কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ল্যাপটপগুলিতে সেরা ডিজাইন এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি পেয়ে যাবেন। 2023 সিরিজের XPS নোটবুকগুলি কোয়াড-স্পিকার সেটআপ, 4-সাইড ইনফিনিটি এজ টাচ ডিসপ্লে এবং মেটাল বিল্ডের মতো ফিচারগুলিও দেওয়া হয়েছে। এই ল্যাপটপগুলিতে ডুয়াল সেন্সর ক্যামেরা পেয়ে যাবেন এবং উইন্ডোজ হ্যালো ফেস রিকগনিশন ব্যবহার করতে পারবেন।

ল্যাপগুলির ফিচার ও স্পেসিফিকেশন:

কোম্পানির মতে, নতুন Dell XPS 15 হালকা ল্যাপটপ। আপনি খুব সহজেই এটিকে নিজের সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। ল্যাপটপটিতে কর্নিং গরিলা গ্লাস 6 সুরক্ষা রয়েছে, যার টাচ স্ক্রিন 3.5K OLED। পারফরম্যান্সের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এই ল্যাপটপগুলিতে NVIDIA GeForce RTX 4050 GPU, 32GB DDR5 RAM এবং 1 TB স্টোরেজ রয়েছে।

Dell XPS 13 Plus-কে XPS সিরিজের সেরা 13-ইঞ্চি ল্যাপটপ বলে মনে করা হয়েছে। এতে একটি UHD+ 4K রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে। আর সবথেকে ভাল ব্যাপার হল, আপনি এই ল্যাপটপে কাচের টাচপ্যাড পেয়ে যাবেন। এছাড়াও 13th Gen Intel Core প্রসেসর ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটিতে Intel Iris X গ্রাফিক্স পাবেন এবং ওজন মাত্র 1 কেজি। তাহলে বুঝতেই পারছেন ল্যাপটপটি সব দিকে থেকে একেবারে উপযুক্ত।

নতুন এই সিরিজের ল্যাপটপগুলির দাম:

Dell XPS 15 9530-এর দাম 2,49,990 টাকা, XPS 13 Plus 9320-এর দাম 1,99,990 টাকা এবং XPS 17 9730-এর দাম 2,99,990 টাকা। সমস্ত মডেল 23 মে থেকে Dell.com, অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ও অফলাইন স্টোর থেকেও কিনতে পারবেন।

Next Article