Elista নিয়ে এল দুর্ধর্ষ পাওয়ার স্পিকার, 9,999 টাকায় বাড়িতেই সিনেমা হলের আনন্দ

Elista Tower Speaker: এত কিছু ফিচার্স রয়েছে বলে আপনার মনে হতে পারে, স্পিকারের দাম অনেকটাই চড়া। আসলে কিন্তু তা নয়। এটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের একটি স্পিকার। মাত্র 9,999 টাকা খরচ করলেই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন Elista-র এই পোর্টেবল স্পিকারটি।

Elista নিয়ে এল দুর্ধর্ষ পাওয়ার স্পিকার, 9,999 টাকায় বাড়িতেই সিনেমা হলের আনন্দ
এসে গেল দুর্দান্ত স্পিকার।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 04, 2023 | 9:35 AM

Elista দেশের বাজারে তিনটি দুর্দান্ত স্পিকার লঞ্চ করেছে। তিনটি মডেলেই রয়েছে বিল্ট-ইন স্পিকার এবং উজ্জ্বল LED ডিজাইনের সাপোর্ট। চমৎকার অডিও অভিজ্ঞতা দিতে পারে স্পিকারটি। এটি একটি পুরোদস্তুর মেড ইন ইন্ডিয়া স্পিকার। মূলত, পার্টি ও গানের জন্য স্পিকারগুলির জুড়ি মেলা ভার। সাউন্ড কোয়ালিটি এতটাই ভাল যে, আপনার বাড়িতে সিনেমা হলের বাতাবরণ এনে দিতে পারে।

Elista পোর্টেবল টাওয়ার স্পিকার

এটি একটি একক পোর্টেবল স্পিকার, যা 30W সাউন্ডআউট ক্ষমতাসম্পন্ন। এতে 15W টুইন স্পিকার রয়েছে। এটিতে একটি 8 ইঞ্চি গতিশীল উফার এবং টুইটার রয়েছে। স্পিকারটি ব্লুটুথ 5.0 প্রযুক্তি সাপোর্ট করে। 10 মিটার রেঞ্জের সংযোগ রয়েছে স্পিকারটিতে। রয়েছে একটি বড় 5,200mAh ব্যাটারি। এক চার্জে এই স্পিকার 3 ঘণ্টা ব্যবহার করা যাবে। এছাড়া এতে রয়েছে এলইডি ডিসপ্লে, রোটারি ভলিউম কন্ট্রোল, ফুল-ফাংশন রিমোট হ্যান্ডসেট এবং মোবাইল ফোন হোল্ডারের মতো একাধিক জরুরি ফিচার।

এখন এত কিছু ফিচার্স রয়েছে বলে আপনার মনে হতে পারে, স্পিকারের দাম অনেকটাই চড়া। আসলে কিন্তু তা নয়। এটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের একটি স্পিকার। মাত্র 9,999 টাকা খরচ করলেই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন Elista-র এই পোর্টেবল স্পিকারটি।

আর একটি স্পিকার আবার 40W সাউন্ড আউটপুট দিতে পারে, যাতে 20W এর দুটি স্পিকার রয়েছে। লাউড এবং পাওয়ারফুল স্পিকারের সাপোর্ট রয়েছে তাতে। সেই সঙ্গেই আবার রয়েছে ব্লুটুথ 5.0 সাপোর্ট। এলিট স্পিকারটির রেঞ্জ 10 মিটার। শক্তিশালী একটি 4400mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একচার্জে 3 ঘণ্টার ব্যাকআপ দিতে পারে।