Fastrack Revoltt FS1 Pro Features: বিগত কয়েক বছরে মানুষের মধ্য়ে স্মার্টওয়াচের চাহিদা বিপুল হারে বেড়েছে। স্মার্টফোন, স্মার্ট টিভির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে স্মার্টওয়াচের বিক্রি চলছে। ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ রয়েছে। তারমধ্যেই একটি জনপ্রিয় ওয়াচ কোম্পানি হল Fastrack। যখন স্মার্টওয়াচ সেভাবে বাজারে তার রমরমা শুরু করেনি, তখন থেকেই কোম্পানিটি মানুষের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ইতিমধ্য়েই 1.96-ইঞ্চি AMOLED আর্কেড ডিসপ্লে সহ Fastrack Revoltt FS1 Pro স্মার্টওয়াচ ভারতে লঞ্চ করা হয়েছে। স্মার্টওয়াচ IP68 ধুলো এবং জল প্রতিরোধ, স্মার্ট হেলথ মনিটর, ওয়ার্ক ট্র্যাকার, এবং 110+ স্পোর্টস মোড রয়েছে। তবে চলুন জেনে নেওয়া যাক এই নতুন স্মার্টওয়াচটিতে আর কী-কী ফিচার রয়েছে।
Fastrack Revoltt FS1 Pro-এর দাম:
ভারতে Fastrack Revoltt FS1 Pro-এর দাম Rs.3,995। এই স্মার্টওয়াচটি 27 এপ্রিল থেকে Flipkart-এ বিক্রি করা হবে। ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ তিনটি রঙয়ের ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। এটি Flipkart এবং Fastrack ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
Fastrack Revoltt FS1 Pro-এর ফিচার:
Fastrack Revoltt FS1 Pro-এ স্মার্টওয়াচটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 রেট দেওয়া হয়েছে। স্মার্টওয়াচটিতে একটি 96-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। স্মার্টওয়াচে 200টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে। আপনি Fastrack Reflex World অ্যাপের সাহায্যে ঘড়ির ফেস কন্ট্রোল করতে পারবেন।
Revoltt FS1 Pro-তে একটি ইন-বিল্ড মাইক এবং স্পিকার রয়েছে। এটি SingleSync প্রযুক্তির মাধ্যমে ব্লুটুথ কলিং সাপোর্ট করে। স্মার্ট ফিচারের কথা বললে, ডিভাইসটি কানেক্ট থাকার জন্য স্মার্ট নোটিফিকেশন এবং AI ভয়েস অ্যাসিস্ট্যান্টকে সহজে প্রোডাক্টিভ করতে পারে।
এছাড়াও এই ঘড়িটির মাধ্য়মে আপনি খুব সহজেই আপনাক স্বাস্থ্যের দিকে নজর রাখতে পারবেন। এটিতে 110টিরও বেশি ট্র্যাকিং মোড রয়েছে। স্মার্টওয়াচটিতে অটো স্লিপ ট্র্যাকিং এবং 24×7 হার্ট রেট মনিটর ব্যবহার করা হয়েছে।
স্মার্টওয়াচে একটি ব্যাটারি রয়েছে, যা 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। এটিতে নাইট্রোফাস্ট চার্জিংও পাওয়া যায়। অর্থাৎ এতে খুব কম সময়েই চার্জ হয়ে যায়। কোম্পানির দাবি অনুযায়ী, মাত্র 10 মিনিটের চার্জে এক দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।