বড় HD স্ক্রিনের Fire-Boltt Lumos এসে গেল মাত্র 1,500 টাকায়

এই নতুন স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে মাত্র 1,499 টাকায়। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। 30 নভেম্বর থেকে এই স্মার্টওয়াচের বিক্রিবাট্টা শুরু হবে। রোজ় গোল্ড, সিলভার, ব্লু, ব্ল্যাক এবং গোল্ড এই পাঁচটি শেডে পাওয়া যাবে ঘড়িটি।

বড় HD স্ক্রিনের Fire-Boltt Lumos এসে গেল মাত্র 1,500 টাকায়
এসে গেল দুর্দান্ত স্মার্টওয়াচ।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 26, 2023 | 6:09 PM

Fire-Boltt একটি নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে। সেই নতুন স্মার্টওয়াচের নাম Fire-Boltt Lumos। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এতে রয়েছে 1.91 ইঞ্চির HD ডিসপ্লে, ব্লুটুথ কলিং, হেল্থ মনিটরিং-সহ আরও অনেক কিছু। আর এই সব ফিচার আপনি পেয়ে যাবেন মাত্র 1,500 টাকা বাজেটে।

Fire-Boltt Lumos: দাম ও অন্যান্য তথ্য

এই নতুন স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে মাত্র 1,499 টাকায়। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। 30 নভেম্বর থেকে এই স্মার্টওয়াচের বিক্রিবাট্টা শুরু হবে। রোজ় গোল্ড, সিলভার, ব্লু, ব্ল্যাক এবং গোল্ড এই পাঁচটি শেডে পাওয়া যাবে ঘড়িটি।

Fire-Boltt Lumos: ফিচার, স্পেসিফিকেশন

স্কোয়্যার ডায়াল স্মার্টওয়াচটিতে রয়েছে স্টেইনলেস স্টিল বডি, মেটালিক স্ট্র্যাপ এবং একটি রোটেটিং ক্রাউন। একটি 1.91 ইঞ্চির HD স্ক্রিন দেওয়া হয়েছে, যার রেজ়োলিউশন 240 X 280 পিক্সেল। প্রায় 100টিরও ক্লাউড-বেসড ওয়াচ ফেস রয়েছে ঘড়িটিতে।

ব্লুটুথ কলিং এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্টের জন্য Fire-Boltt Lumos ঘড়িটিতে রয়েছে একটি ইন-বিল্ট মাইক্রোফোন। হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজ়েন লেভেল ট্র্যাকিং, স্লিপ মনিটরিংয়ের মতো হেল্থ ফিচারগুলি যেমন থাকছে, তেমনই আবার Fire-Boltt এর হেল্থ স্যুটের অ্যাক্সেসও দেওয়া হবে ব্যবহারকারীদের।

ফিটনেস ফ্রিকদের জন্যও এই ঘড়িটি সেরা। 100টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে ঘড়িটিতে। এছাড়া অন্যান্য ফিচারের মধ্যে থাকছে স্মার্ট নোটিফিকেশন, বিল্ট-ইন গেমস, ওয়েদার আপডেট, ক্যালকুলেটর, মিউজ়িক, ক্যামেরা কন্ট্রোলের মতো অনেক কিছু।