
Fire-Boltt Ninja 3 Offers: আপনার হাতের ঘড়িটা কি সাধারণ? বর্তমানে প্রচুর মানুষই এখন স্মার্টওয়াট ব্যবহার করেন। তাহলে আপনি আর কেন সেই আগের স্টাইলের ঘড়ি পরবেন? বাজারেও অনেক ধরনের স্মার্টওয়াচ পাওয়া যায়। তাছাড়াও আজকাল মানুষ স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন। তার স্মার্টওয়াচের জনপ্রিয়তা বাড়ার অন্যতম একটি কারণ হল এটি। স্মার্টওয়াচে বর্তমানে প্রচুর ফিচার দেওয়া হয়। ফলে আপনি কতক্ষণ হাঁটছেন, কতক্ষণ দৌড়াচ্ছেন, সব কিছুই জানতে পারেন। কোনও কোনও স্মার্টওয়াচে আবার স্লিপ ট্যাকারও থাকে। ফলে আপনি কতক্ষণ ঘুমোচ্ছেন, তাও জানতে পারবেন। তবে একটি ভাল কোম্পানির স্মার্টওয়াচেই এই সব থাকে। এই সবের দামও বেশ অনেকটাই বেশি হয়। তবে আপনি অনেক সস্তায় একটি স্মার্টওয়াচ কিনতে পারবেন। Fire-Boltt Ninja 3 কিনতে পারবেন তাও আবার মাত্র 1 হাজার টাকার মধ্যে। চলুন জেনে নেওয়া যাক আপনি কোথা থেকে কিনবেন? আর এতে কী কী অফার পাবেন?
Fire-Boltt Ninja 3-এর দাম এবং অফার:
এই স্মার্টওয়াচটি খুব কম দামে কিনতে পারবেন। যদিও এর আসল দাম 9,999 টাকা, কিন্তু আপনি এটি 89 শতাংশ ডিসকাউন্ট সহ 1,099 টাকায় বাড়িতে আনতে পারেন। এবার প্রশ্ন হল আপনি এত কম এই স্মার্টওয়াচটি কোথা থেকে কিনবেন? Amazon থেকে কিনে ফেলুন এত কমে। এটিকে অ্যামাজনে 5 এর মধ্যে 4.2 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও আপনি প্রতি মাসে 376 টাকা দিয়ে এটি কিনতে পারবেন।
এই স্মার্টওয়াচটির বিশেষত্ব কী:
এতে রয়েছে 1.83 ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। এতে 100 টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। IP68 রেটিং সহ Sp02 ট্র্যাকিং এবং 100 টিরও বেশি ক্লাউড ভিত্তিক ওয়াচ ফেস রয়েছে। এই স্মার্টওয়াচের ব্যাটারিটি 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এখানেই শেষ নয়, আপনি এই স্মার্টওয়াচ দিয়ে রক্তের অক্সিজেন, হৃদস্পন্দন পরিমাপ করতে পারেন। এতে আপনাকে কল নোটিফিকেশন, হেলথ ট্র্যাকিং, স্পোর্টস ট্র্যাকিং সহ আরও অনেক হেলথ ফিচার দেওয়া হয়েছে। একবার চার্জে 7 দিন পর্যন্ত চলতে পারে।