Flipkart-এ AC সেল! 50% ছাড়ে LG-র এই দুই চমৎকার এয়ার কন্ডিশনার
ফ্লিপকার্টে আপনি এই মুহূর্তে দুটি LG Air Conditioner-এ পেয়ে যাবেন ব্যাপক ছাড়। কোন কোন LG AC-তে আপনি কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, সেগুলোই একবার দেখে নেওয়া যাক।
Flipkart AC Offers: বঙ্গে বর্ষা নেমেছে ঠিকই। বৃষ্টি যতক্ষণ হচ্ছে, ততক্ষণ সামান্য স্বস্তির স্বাদও মিলছে। কিন্তু বৃষ্টি থেমে গেলেই আবার যা কার তাই! ভ্যাপসা গরম থেকে আপাতত রেহাই নেই! তাই AC কেনার চিন্তাভাবনা যাঁদের ছিল, নিজের সিদ্ধান্ত থেকে নড়ছেন না তাঁরা। আর সেই তাঁদের জন্যই Flipkart নিয়ে এসেছে ‘Grand Home Appliances Sale’। 8 জুলাই এই সেল শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনও বেশ কয়েকটি এয়ার কন্ডিশনারে মিলছে আকর্ষণীয় ছাড়। ফ্লিপকার্টে আপনি এই মুহূর্তে দুটি LG Air Conditioner-এ পেয়ে যাবেন ব্যাপক ছাড়। কোন কোন LG AC-তে আপনি কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, সেগুলোই একবার দেখে নেওয়া যাক।
1) LG 1.5 টনের 3 স্টার এসি – এই এয়ার কন্ডিশনারের উপরে আপনি এখন পেয়ে যাবেন 45% ছাড়। তার ফলে LG 1.5 Ton 3 Star AC আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 35,990 টাকায়। তার উপরে আবার থাকছে অতিরিক্ত 1250 টাকার ছাড়। তবে সেই ছাড় আপনি তখনই পাবেন যখন আপনার কাছে একটি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকবে। এটি একটি উইন্ডো ডুয়াল ইনভার্টার এয়ার কন্ডিশনার, যাতে Wi-Fi কানেক্ট করার মতো অত্যন্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। স্লিপ মোড এবং অটো স্টার্টের মতোও আকর্ষণীয় ফিচার্স দেওয়া হয়েছে।
2) LG স্প্লিট AI ডুয়াল ইনভার্টার এসি 2023 – আর একটি দুর্দান্ত এয়ার কন্ডিশনার। এই এসির দাম অত্যন্ত চড়া। ফলে, অনেকেই কিনতে পারেন না। আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য রয়েছে এই এসিতে, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফ্লিপকার্ট এই এসির উপরে আপনাকে সরাসরি 50% ছাড় দিচ্ছে। তার ফলে এসিটি আপনি ক্রয় করতে পারবেন মাত্র 47,990 টাকায়। আবার আপনার কাছে যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি 3,000 টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। ফলে, এই এসির দাম হয়ে যাচ্ছে সরাসরি 44,990 টাকা।
তবে এই দুটি ছাড়াও এই মুহূর্তে আপনি ফ্লিপকার্টে একাধিক এয়ার কন্ডিশনারে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। তার জন্য আপনাকে যেতে হবে ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইটে।