ফ্লিপকার্টের (Flipkart Big Bachat Dhamaal) সেল শুরু হতে চলেছে ৪ মার্চ শুক্রবার থেকে। এই সেল চলবে ৬ মার্চ পর্যন্ত। তিনদিনের এই সেলে ফ্লিপকার্টের (Flipkart) তরফে বিভিন্ন কোম্পানির স্মার্টফোন (Smartphones), ওয়্যারেবল (Wearables) এবং স্মার্ট টিভিতে (Smart TV) থাকবে ছাড়। মোটরোলা এজ ৩০ প্রো এবং রিয়েলমি ৯ প্রো ফোনে ছাড় থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও আইফোন ১২ সিরিজে থাকবে আকর্ষণীয় অফার। প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস এবং অ্যাকসেসরিজের উপর। আর ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে স্মার্ট টিভির উপর। এছাড়াও ক্রেতারা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও পাবেন।
ফ্লিপকার্টের ওয়েবসাইটে একটি আলাদা ওয়েবপেজ তৈরি হয়েছে। সেখানেই Big Bachat Dhamaal সেলের বিভিন্ন অফার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সেখানেই বলা হয়েছে স্মার্টওয়াচ, টিভি, বড় ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সের উপর অফার শুরু হবে চলতি সপ্তাহের পরে। জানা গিয়েছে, ফ্লিপকার্টের তরফে নতুন ডিল এবং কম্বো অফার আনা হবে সেল চলাকালীন প্রতিদিন রাত ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টের সময়। এছাড়াও দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সবচেয়ে সস্তায় পাওয়া যাবে প্রোডাক্ট। এর নাম ‘লুট বাজার’।
এবার দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের Big Bachat Dhamaal সেলে কোন কোন স্মার্টফোনের উপর কী কী ছাড় রয়েছে
ফ্লিপকার্টের মাধ্যমে ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে এক হাজার টাকা পর্যন্ত ছাড় থাকবে। আর ১০ শতাংশ পর্যন্ত আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে। একই ছাড় থাকবে ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেও। এর সঙ্গে থাকবে নো-কস্ট ইএমআই প্ল্যান, এক্সচেঞ্জ অফার এবং ফ্লিপকার্ট স্মার্ট আপগ্রেড অপশন ও মোবাইল প্রোটেকশন অফার থাকবে ক্রেতাদের জন্য।
ওয়্যারেবলস, ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন এবং গেমের ক্ষেত্রে যে ছাড় থাকবে তা প্রকাশ করা হবে সম্ভবত ফ্লিপকার্টের এই সেল শুরু হওয়ার একদম আগের মুহূর্তে।