AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flipkart Big Diwali Sale 2021: দিওয়ালি উপলক্ষ্যে মোবাইল, ল্যাপটপে ৮০ শতাংশ ছাড় ফ্লিপকার্টে! কবে থেকে শুরু?

মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, ফ্যাশন ও অন্যান্য আরও পণ্যের উপর বছরের সেরা অফার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এই সংস্থাটি।

Flipkart Big Diwali Sale 2021: দিওয়ালি উপলক্ষ্যে মোবাইল, ল্যাপটপে ৮০ শতাংশ ছাড় ফ্লিপকার্টে! কবে থেকে শুরু?
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Oct 15, 2021 | 4:45 PM
Share

বার্ষিক বিগ বিলিয়ন ডে -শেষ হতে না হতেই ফের দিওয়ালি অফার চালু শুরু করার সিদ্ধান্ত নিল এই জনপ্রিয় ই-কমার্স সংস্থা। দিওয়ালি উপলক্ষ্যে বিগ দিওয়ালি সেল চালুর করল ফ্লিপকার্ট। মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, ফ্যাশন ও অন্যান্য আরও পণ্যের উপর বছরের সেরা অফার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এই সংস্থাটি।

আগামী ১৭ অক্টোবর থেকে দুরন্ত অফার নিয়ে বিগ দিওয়ালি অফার শুরু হতে চলেছে ফ্লিপকার্টে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। এছাড়া এসবি্আই কার্ড অফারের সঙ্গে অ্যাক্সিস, আইসিআইসিআই থেকে নো-কস্ট ইএমআই অফার পাওয়া যাবে বলে জানা গিয়েছে। বিগ দিওয়ালি সেলের সময় এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

পেটিএম ব্যবহারকারীরা চূড়ান্ত পেমেন্টের পাতায় অতিরিক্ত ছাড় ও ক্যাশব্যাক অফারও পাবেন। ই-কমার্স থেকে ঘোষণা করা হয়েছে, ফ্লিপকার্ট প্লাস গ্রাহকরা বিগ দিওয়ালি ২০২১ অফারের জন্য প্রাথমিক অ্যাক্সেস পাবেন।

ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল ২০২১ তারিখ এবং সেলের অফার শুরুর সময়:

ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল ২০২১ অফার পিরিয়ড: ১৭-২৩ অক্টোবর, ২০২১ বিগ দিওয়ালি সেলের শুরুর সময় [প্লাস সদস্য]: ১৬ অক্টোবর সকাল ১২টা বিগ দিওয়ালি সেল সমস্ত ব্যবহারকারীদের জন্য শুরুর সময়: ১৭ অক্টোবর সকাল ১২টা বিগ দিওয়ালি সেল শেষ হওয়ার সময়: ২৩ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট

ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল ব্যাঙ্ক অফার:

এসবিআই ক্রেডিট কার্ড এবং ইএমআই লেনদেনে ১০% তাত্ক্ষণিক ছাড় পান।

অ্যাক্সিস ব্যাংক এবং ICICI ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে ১০% তাত্ক্ষণিক ছাড়।

পেটিএম মানিব্যাগ এবং ইউপিআই লেনদেনে ক্যাশব্যাকের আশ্বাস দিয়েছে।

প্রতি কার্ড ব্যবহার করে ডিসকাউন্ট প্রতি কার্ডে ৭৫০০ টাকা পর্যন্ত যেতে পারে (পূর্ববর্তী বছর অনুযায়ী SBI ব্যাংক/কার্ড অফার)

পেমেন্ট হিসেবে PhonePe ব্যবহার করে আপনি অতিরিক্ত ক্যাশব্যাক অফারও পাবেন। সম্পূর্ণ অফারের শর্তাবলী এখনও ঘোষণা করা হয়নি।

ব্যাঙ্ক ক্রেডিট/ডেবিট কার্ডে বিনা মূল্যের EMI অফার ডেবিট কার্ডে EMI

– বাজাজ ফিনসার্ভ কার্ডে কোন কস্ট ইএমআই নেই

ই-কমার্স প্রধানের একটি নতুন ওয়েবপেজ অনুসারে, বিগ দিওয়ালি সেল স্মার্টফোন এবং ট্যাবলেটগুলিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। এছাড়াও, ইলেকট্রনিক্স এবং আনুষাঙ্গিকগুলিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। টিভি এবং যন্ত্রপাতিগুলিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: Apple AirPods: শরীরের তাপমাত্রা মাপবে অ্যাপলের এয়ারপডস! কবে আসবে বাজারে?