ভারতে প্রত্যাবর্তন করল Honor, 200MP ক্যামেরা সেটআপ দিয়ে লঞ্চ হল এই ট্যাব; দাম কত?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 30, 2023 | 1:45 PM

Honor Pad X9 Price: Honor Pad X9 ভারতে লঞ্চ করা হয়েছে, যাতে একটি বড় স্ক্রিন এবং শক্তিশালী ব্যাটারি রয়েছে। এটি আপনি স্পেস গ্রে কালারে পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

ভারতে প্রত্যাবর্তন করল Honor, 200MP ক্যামেরা সেটআপ দিয়ে লঞ্চ হল এই ট্যাব; দাম কত?

Follow Us

Honor একের পর এক নতুন নতুন ডিভাইস নিয়ে যে ভারতীয় বাজারে ফিরে আসতে চলেছে, তা আর বলার অপেক্ষা থাকে না। কোম্পানি সেপ্টেম্বরে একটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে ভারতীয় বাজারে পুনরায় প্রবেশ করতে পারে। তবে ইতিমধ্যেই কোম্পানিটি ভারতে সাশ্রয়ী দামের একটি ট্যাবলেট আনল। Honor Pad X9 ভারতে লঞ্চ করা হয়েছে, যাতে একটি বড় স্ক্রিন এবং শক্তিশালী ব্যাটারি রয়েছে। এটি আপনি স্পেস গ্রে কালারে পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

Honor Pad X9-এর দাম:

Honor-এর নতুন ট্যাবলেট ভারতে 15 হাজার টাকার কমে লঞ্চ হয়েছে। কোম্পানি এটি একটি সিঙ্গেল মডেলে চালু করেছে। Honor Pad X9- এর 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,499 টাকা। আপনি এটি স্পেস গ্রে রঙে কিনতে পারবেন। তবে এই ট্যাবটি কেনার জন্য আপনাকে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কারণ ট্যাবলেটটি 2 আগস্ট থেকে অ্যামাজনে বিক্রি করা হবে। তবে আপনি এখনই এটার প্রি-অর্ডার করতে পারেন। Honor Pad X9-এর প্রি-বুকিং করলে 500 টাকা ছাড় এবং একটি ফ্রি ফ্লিপ কভার পাওয়া যাবে।

Honor Pad X9-র স্পেসিফিকেশন ও ফিচার:

ট্যাবলেটটিতে 2K (2,000 x 1,200 পিক্সেল) রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 400nits পিক ব্রাইটনেস লেভেল সহ একটি 11.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি Android 13 ভিত্তিক MagicUI 7.1 এ চলে। এতে Octacore Qualcomm Snapdragon 695 SoC দেওয়া হয়েছে। Honor Pad X9-এ একটি 5-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর পেয়ে যাবেন। এতে 7,250mAh ব্যাটারি রয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, একবার চার্জে 13 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এতে ছয়টি সিনেমাটিক সার্উন্ড স্পিকার দেওয়া হয়েছে। কানেকশনের জন্য, এতে WiFi, Bluetooth v5.1 এবং USB Type-C এর অপশন রয়েছে।

Next Article