Earthing At Home: ঝড়বৃষ্টির দিনে বিশেষ করে বর্ষাকালে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাড়ির দেওয়ালে আর্দ্রতা থাকলে শক খেতে হয়! কেন এমনটা হয় জানেন? ঘরের আর্থিং না থাকার ফলেই এমনটা হয়। আপনার বাড়িতে যে ইলেকট্রনিক্স ডিভাইস বা গ্যাজেটসই থাকুক না কেন, আর্থিং কিন্তু অত্যন্ত জরুরি। আর্থিং আপনার বাড়িতে কেন জরুরি? আপনার বাড়িতে যদি ওয়াশিং মেশিন থেকে শুরু করে এসির মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্র থাকে, তাহলে আর্থিং কেন করতেই হবে, এই সব বিষয়গুলিই জেনে নেওয়া যাক।
কখনও কখনও আমরা মাটি স্পর্শ করার পর ল্যাপটপ বা ওয়াশিং মেশিনে হাত দিলে কারেন্টের হাল্কা শক অনুভব করি! এমনকি, মাটিতে পা দিলেও আমরা অদ্ভুত একটা ইলেকট্রিক শক খাওয়ার মতোই অনুভূতি পাই। তার কারণ, আমাদের বাড়িতে আর্থিং থাকে না। ঘরে আর্থিং করে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি হলেও কারেন্ট কখনও মাটির ভিতরে চলে যায়। তার ফলে আপনি যখন ইলেকট্রনিক ডিভাইসটি স্পর্শ করবেন, তখন আর কোনও শক অনুভব করবেন না।
যখন কোনও বৈদ্যুতিক যন্ত্র ক্ষতিগ্রস্ত হয় বা সেই যন্ত্রের তার কেটে গেলে বাইরে থেকে কারেন্ট প্রবাহিত হতে থাকে। এরকম একটা পরিস্থিতিতে ভুলবশত কেউ ওই যন্ত্রটি স্পর্শ করলেই প্রবল ভাবে বৈদ্যুতিক শক খেতে পারেন। সেই শকের মাত্রা এতটাই বেশি থাকে যে, সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। এমতাবস্থায়, আপনি বুঝতেই পারছেন আর্থিং আপনার বাড়ির জন্য ঠিক কতটা জরুরি।
এসির মতো ভারী ভোল্টেজের যন্ত্রের মূল তার যখন এয়ার কন্ডিশনারের বডি স্পর্শ করে, তখন তারের কানেকশন ঢিলে হয়ে যায়। সেই সময় এসির মেটাল বডি দিয়ে কারেন্ট প্রবাহিত থাকে। এরকম পরিস্থিতিতে ইলেকট্রিশিয়াল যদি তা হাত দিয়ে ঠিক করার চেষ্টা করেন, তাহলে তিনি শক খেতে পারেন! কিন্তু বাড়িতে যদি আর্থিং করা থাকে, তাহলে তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় এবং শক খাওয়ার কোনও সম্ভাবনাই থাকে না।
তাই, ঘরের তার লাগানোর সময় আর্থিং করা খুবই জরুরি। আর্থিং এই ধরনের ইলেকট্রিসিটি সংক্রান্ত দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করে। যখন যন্ত্রপাতিতে কোনও ত্রুটি থাকে, তখন এটি তার মধ্যে চলমান বিদ্যুৎ শোষণের কাজ করে। অনেক ধরনের আর্থিং আছে। তবে বাড়িতে মূলত চার ধরনের আর্থিং করা হয়। এর মধ্যে রয়েছে বার, প্লেট, পাইপ এবং স্ট্রিপ আর্থিং। আপনি আপনার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী আর্থিংয়ের যে কোনও একটি করতে পারেন। আর্থিংয়ের জন্য আপনাকে সবসময় একজন প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত।