Laptop Repair Tips: ল্যাপটপ খারাপ হলে বাড়িতেই করে নিন ঠিক, এখনই জেনে নিন সহজ এই টিপস

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 15, 2023 | 1:06 PM

Laptop Tips: আপনি অজান্তেই এমন কিছু ভুল করে বসেন, যাতে ল্যাপটপটি বার বার খারাপ হয়ে যায়। তবে কীবোর্ডে সমস্যা দেখা দিলে আর টাকা খরচ করতে হবে না। আপনি নিজেই বাড়িতে ঠিক করে ফেলতে পারবেন।

Laptop Repair Tips: ল্যাপটপ খারাপ হলে বাড়িতেই করে নিন ঠিক, এখনই জেনে নিন সহজ এই টিপস

Follow Us

Laptop’s Keyboard Repair: ল্যাপটপটি সদ্য কিনেছেন? আর তাতেও ঠিক করে চলছে না। কিংবা অনেকদিন হয়ে গিয়েছে আপনার ল্যাপটপের বয়স। ফলে ভাবছেন এবার হয়তো খারাপ হয়ে গিয়েছে। বারবার দোকানে নিয়ে গেলেই প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে। তাই ফেলেই রেখেছেন, ঘরের এক কোণায়। সবার প্রথমেই যে সমস্যাটা দেখে যায়, তা হল কীবোর্ডটি সঠিকভাবে কাজ করা না। অনেকে আবার সেই জন্য আলাদা করে কীবোর্ড লাগিয়ে কাজ করেনয কিন্তু বহু মানুষই সেটা পছন্দ করেন না। কারণ যখনই সেটিকে কোথাও নিয়ে যাওয়ার কথা আসে, তখনই সঙ্গে করে কীবোর্ডটিকেও নিয়ে যেতে হয়। আপনার সঙ্গেও এমনটাই হচ্ছে?এই সমস্যা কীভাবে ঠিক করবেন, বুঝেই উঠতে পারছেন না। সেক্ষেত্রে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। আর তাতেই আপনি খুব সহজেই ঠিক করে ফেলতে পারবেন আপনার ল্যাপটপের কীবোর্ডের সমস্যা। তবে আপনাকে ল্যাপটপ ব্যবহার করার সময় অনেক কিছু খেয়াল রাখতে হবে। কারণ আপনি অজান্তেই এমন কিছু ভুল করে বসেন, যাতে ল্যাপটপটি বার বার খারাপ হয়ে যায়। তবে কীবোর্ডে সমস্যা দেখা দিলে আর টাকা খরচ করতে হবে না। আপনি নিজেই বাড়িতে ঠিক করে ফেলতে পারবেন।

ল্যাপটপ রিবুট করুন:

কীবোর্ড সঠিকভাবে কাজ না করলে, প্রথমেই ল্যাপটপটি রিবুট করতে হবে। অনেক সময় ল্যাপটপে এমন অনেক সমস্যা হয়, যা থেকে আপনার মনে হতে পারে এটিতে বড় কোনও সমস্যা হয়েছে। কিন্তু আদতে তা হয় না। কখনও কখনও রিবুট করার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। এমনকি সফ্টওয়্যার বা হার্ডওয়্যারয় সমস্যা থাকলেও ঠিক হয়ে যেতা পারে।

কীবোর্ড ড্রাইভারটি আনইনস্টল করুন:

আরেকটি সমাধান হল ড্রাইভারটিকে আন-ইনস্টল করা। আপনাকে কীবোর্ড ড্রাইভার আপডেট করতে হবে। যদি আপডেটেও একই সমস্যা দেখা দেয়। তবে আনইনস্টল করে আবার ইনস্টল করুন। এক্ষেত্রে কীবোর্ড ড্রাইভারটি ঠিকভাবে কাজ করবে।

আপনার কীবোর্ড সেটিংস পরিবর্তন করুন:

হতে পারে সফ্টওয়্যার সেটিংসের জন্যও আপনার কীবোর্ডটি স্লো কাজ করছে। কিংবা কাজ করাই বন্ধ করে দিয়েছ। সেক্ষেত্রে প্রথমে আপনাকে কীবোর্ড সেটিংস পরিবর্তন করতে হবে। তার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করার পরে সার্চ অপশনে গিয়ে ‘কন্ট্রোল প্যানেল’ টাইপ করুন। এবার কীবোর্ড সেটিংসে যান এবং কন্ট্রোল প্যানেল উইন্ডোতে কীবোর্ড সার্চ করুন।

Next Article